সাবেক সঙ্গী গ্রিমসের সঙ্গে ইলন মাস্ক
রয়টার্স ফাইল ছবি

ইলন মাস্ক ও তাঁর সাবেক সঙ্গী গ্রিমসের তৃতীয় সন্তান রয়েছে। বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান টেসলার সিইও মাস্কের নতুন এক স্মৃতিকথায় ওই সন্তানের পরিচয় পাওয়া গেছে। তার নাম টেকনো মেকানিকাস (ওরফে টাও)।

শিশুটির পরিচয় এত দিন গোপন রাখা হয়েছিল।

নিউইয়র্ক টাইমস বলছে, মাস্কের নতুন স্মৃতিকথা আগামী মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বাজারে আসবে। এরই মধ্যে প্রি-অর্ডারের ভিত্তিতে স্মৃতিকথাটি ‘অ্যামাজনের বেস্ট সেলার’ বইয়ের তালিকায় উঠেছে। বইটি লিখেছেন সাংবাদিক ওয়াল্টার আইজ্যাকসন। বইটি লেখার আগে তিনি মাস্কের সঙ্গে টানা দুই বছর ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন।

যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের নতুন জীবনী থেকে জানা যায়, তিনি ও তাঁর সাবেক সঙ্গী গ্রিমস দুটি নয়, বরং তিনটি সন্তান জন্ম দিয়েছেন।

এ নিয়ে মাস্কের সন্তানের সংখ্যা দাঁড়াল ১০। এই সন্তানদের মা তিনজন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত কানাডার সংগীতশিল্পী ক্লেয়ার বাউচার ও ইলন মাস্ক একসঙ্গে ছিলেন।

পরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর বাউচার বলেছিলেন, তাঁদের মধ্যে সম্পর্ক ‘ততটা গভীর’ ছিল না।

মাস্ক ও বাউচারের দুটি সন্তান রয়েছে। এর একটি ছেলে, অপরটি মেয়ে।

আরও পড়ুন

ইলন মাস্ক আবার শীর্ষ ধনী

সম্প্রতি মাস্ক ইন্টারনেটে ভক্তদের জন্য তাঁর যমজ বাচ্চার ছবি শেয়ার করেন। ওই ছবিতে দেখা যায়, ইলন মাস্কের কোলে বসে রয়েছে একটি শিশু, অন্যটি শিভন জিলিসের কাছে। ২০২১ সালের নভেম্বরে টেক্সাসের অস্টিনে এই যমজ শিশুর জন্ম হয়।

শিভন জিলিস কানাডার নাগরিক। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কাজ করেন।

এ ছাড়া মাস্ক ও তাঁর সাবেক স্ত্রী কানাডার লেখক জাস্টিন উইলসনের ছয় সন্তান রয়েছে।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যমে পিপলের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেকজান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে শিশুটি জন্মের ১০ সপ্তাহের মাথায় মারা যায়।

আরও পড়ুন

ইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ ২১ তথ্য, যা হয়তো আপনার অজানা