জগিংয়ে বেরিয়ে যৌন নিপীড়নের শিকার সাবেক মার্কিন সিনেটর

যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর মার্থা ম্যাকস্যালি
ফাইল ছবি: রয়টার্স

যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর মার্থা ম্যাকস্যালি। গত বুধবার জগিংয়ে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন তিনি। পরে নিপীড়নকারীকে ধাওয়া দেন, কিন্তু ধরতে পারেননি। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আইওয়া অঙ্গরাজ্যে। মার্থা জানান, বুধবার তিনি মিসৌরি নদীর তীরে জগিং করছিলেন। তখন এক ব্যক্তি তাঁকে যৌন নিপীড়ন করেন। ওই সময় নিপীড়নকারীর সঙ্গে হাতাহাতি করেন মার্থা। ধাওয়া দেন তাঁকে, কিন্তু ধরতে পারেননি। পালিয়ে যান নিপীড়নকারী।

মার্থা বলেন, ‘ঘটনার সময় আমার সামনে দুটি পথ খোলা ছিল। লড়াই করা অথবা চুপ করে থাকা। আমি লড়াই করার পথ বেছে নিয়েছিলাম।’

ঘটনার দুই দিন পর গতকাল শুক্রবার সকালে নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা থেকে অভিযুক্ত ডমিনিক হেন্টনকে (২৫) গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। ধারণা করা হচ্ছে, ডমিনিক গৃহহীন। তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হবে।

মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্য মার্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী যুদ্ধবিমানের চালক ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন।

২০১৯ সালে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সামনে সামরিক বাহিনীতে যৌন হয়রানির বিষয়ে সাক্ষ্য দেন মার্থা। তদন্তে আরিজোনার তখনকার সিনেটর মার্থা বলেন, সামরিক বাহিনীতে চাকরি করার সময় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে ওই কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

১৯৮৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বিমানবাহিনীর পাইলট ছিলেন মার্থা। সর্বশেষ কর্নেল পদে থাকা অবস্থায় চাকরি ছেড়ে দেন। এরপর রাজনীতি শুরু করেন। রিপাবলিকান দল থেকে দুবার সিনেটর নির্বাচিত হন মার্থা। ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির মার্ক কেলির কাছে হেরে তিনি সিনেট থেকে বিদায় নেন।