পরীক্ষার সময় ইলন মাস্কের বিশাল রকেটে বিস্ফোরণ

আকাশে বিস্ফোরিত হয়েছে স্টারশিপ
ছবি: রয়টার্স

ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারশিপ নামের বিশাল একটি রকেট প্রথমবারের যাত্রায় বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনো নভোচারী বা বৈমানিক ছিলেন না বলে হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পূর্ব উপকূলের একটি কেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার সকালে এ রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে উৎক্ষেপণের তিন মিনিটের মাথায় ধ্বংস হয়ে যায়। এযাবৎ যত রকেট তৈরি হয়েছে, স্টারশিপ নামের রকেটটি তার মধ্যে সবচেয়ে বড়। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি ১২০ মিটারের বেশি উঁচু।

ইলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান আগামী কয়েক মাসের মধ্যে আরও একটি রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালাবে। এক টুইট করে তিনি স্পেসএক্সের টিমকে রোমাঞ্চকর স্টারশিপ রকেট উৎক্ষেপণের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে অনেক কিছু শিখলাম।’

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত ইলন মাস্ক রকেট উৎক্ষেপণের আগেই বলেছিলেন, এটি ভূমি থেকে উৎক্ষেপণ করতে পারলেই বা উৎক্ষেপণস্থলে বিস্ফোরণ না হলেই একে সাফল্য হিসেবে গণ্য করবেন তিনি।

ইলন মাস্কের ইচ্ছাপূরণ হয়েছে। এটি সফলভাবে উৎক্ষেপণের পর দ্রুতগতিতে মেক্সিকো উপকূলের দিকে যেতে থাকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায় সবকিছু পরিকল্পনামতো হয়নি। রকেটটির দুটি অংশ ছিল। এ দুটি বিচ্ছিন্ন হওয়ার সময়ে বিস্ফোরণ ঘটে। এটি উঁচুতে উঠতে থাকলে এর ৩৩টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়। সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। তিন মিনিট ওড়ার পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায়।

তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসন টুইট করে স্টারশিপের সঙ্গে যুক্ত কর্মীদের সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানান।