টেক্সাসে বন্দুক হামলায় নিহতদের একজন ভারতীয় প্রকৌশলী

বন্দুক হামলার সময় এক বন্ধুর সঙ্গে ওই বিপণিবিতানে ছিলেন প্রকৌশলী ঐশরিয়া
ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে একটি বিপণিবিতানে বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয়। ঐশরিয়া নামের ওই তরুণী প্রকৌশলী ছিলেন। শনিবার টেক্সাসের এ বন্দুক হামলায় শিশুসহ ৮ জন নিহত ও ৭ জন আহত হন।

৩৩ বছর বয়সী এক ব্যক্তি ওই হামলা চালিয়েছিলেন। হামলার পরপরই পুলিশের গুলিতে তিনি নিহত হন। হামলার এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারী কট্টর ডানপন্থী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে হামলা করেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হামলার ঘটনার দুই দিন পার হলেও নিহত সবার পরিচয় জানা যায়নি। এখন পর্যন্ত শুধু দুজনের পরিচয় জানা গেছে। তাঁদের মধ্যে একজন ঐশরিয়া থাতিকোন্ডা। স্থানীয় এক সংবাদমাধ্যম তাঁর পরিচয় নিশ্চিত করে। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ঐশরিয়া ছিলেন প্রকৌশলী। ডালাসের উপকণ্ঠ ম্যাককিনেতে থাকতেন তিনি। তবে তাঁর বয়স কত জানা যায়নি।

পরিবারের একজন প্রতিনিধির বরাতে জানা গেছে, যখন বন্দুক হামলার ঘটনা ঘটে তখন অ্যালেন নামের বিপণিবিতানে এক বন্ধুর সঙ্গে ছিলেন ঐশরিয়া। গুলিতে তাঁর ওই বন্ধু আহত হয়েছেন। ঐশরিয়ার লাশ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।  

লিংকডইনে থাকা তথ্য অনুযায়ী, ঐশরিয়া ২০১৮ সালে ভারতে প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ইস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে অবকাঠামো নির্মাণ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেন।

শনিবারের ওই হামলায় নিহত আরেকজন হলেন ক্রিশ্চিয়ান ল্যাকৌর। তাঁর বয়স ২০ বছর। তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। তাঁর বোন ব্রিয়ানা স্মিথ এবিসি নিউজকে বলেন, হামলার সময় ওই বিপণিবিতানে দায়িত্বরত ছিলেন তাঁর ভাই। ব্রিয়ানা বলেন, ‘আমার ভাইটা ছিল সত্যিই মিষ্টি একটা ছেলে। তাঁর এভাবে চলে যাওয়া কোনোভাবে মানতে পারছি না।’

নাতির মৃত্যুতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ল্যাকৌরের দাদি সান্দ্রা মন্টোগোমারি তাঁকে ‘সুন্দর মনের একজন মানুষ’ বলে বর্ণনা করেন। তিনি লিখেছেন, ‘দয়া করে আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন। এ কষ্ট মেনে নেওয়ার মতো নয়।’

গত দুই বছর ডালাসে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে নিরাপত্তারক্ষীর কাজ করেন ক্রিশ্চিয়ান ল্যাকৌর।