টুইটারে ‘নীল টিক’ ফিরছে শিগগিরই

টুইটারে নীল টিক
ছবি : রয়টার্স

আগামী সপ্তাহের শেষ দিকে টুইটারে আবার অ্যাকাউন্ট যাচাই করে নেওয়া ‘নীল টিক’ সেবা চালু হতে পারে। টুইটারের নতুন মালিক ইলন মাস্ক গত শনিবার এক টুইটে বিষয়টি জানান। এর আগে টুইটারের পক্ষ থেকে আট ডলার নীল টিক সেবা চালু করলে অনেক ভুয়া অ্যাকাউন্টে এ সেবা চালু হয়ে যায়।

এতে গত শুক্রবার এ সেবা বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। অর্থ খরচ করে নীল টিক সেবা চালু করার আগে এটি কেবল রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তি, সাংবাদিকসহ তারকাদের জন্য যাচাই করে দেওয়া হতো।

রয়টার্স জানায়, গত মাসে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনার পর থেকে বিজ্ঞাপনদাতাদের টুইটারে ধরে রাখতে পারছেন না ইলন মাস্ক। এ পরিস্থিতিতে তিনি অ্যাকাউন্ট যাচাই করার সুবিধা নিতে অর্থ দিয়ে নীল টিকের সেবা চালু করেন।

গত শুক্রবার ব্যবহারকারীরা অভিযোগ করেন, তাঁদের নীল টিক উধাও। এরপর টুইটার জানায়, তারা এ সেবা বন্ধ রেখেছে। মূলত ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সেবা আবার কবে চালু হবে, ব্যবহারকারীদের এমন প্রশ্নের মুখে ইলন মাস্ক বলেন, আবার শিগগিরই এ সেবা চালু হয়ে যাবে।

এর আগে গত বৃহস্পতিবার টুইটারের কর্মীদের কাছে পাঠানো এক মেইলে বলেন, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় সাবস্ক্রিপশন থেকে আয় তুলতে হবে তাঁদের। এতে ব্যর্থ হলে টুইটার টিকতে পারবে না।

আরও পড়ুন
আরও পড়ুন