একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। বিষয়টি সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন করতে মাঠে নেমেছেন স্থানীয় সংবাদকর্মীরা। কিন্ত ডাকাতদের ব্যাপারে খোঁজ করতে গিয়ে একটি টেলিভিশন চ্যানেলের দুজন সংবাদকর্মী ডাকাতির শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ঘটেছে এমন ঘটনা।
ডাকাতির শিকার সংবাদকর্মীরা ইউনিভিশন শিকাগো নামের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক ও ক্যামেরাপারসন। গত সোমবার ভোররাতে শিকাগোর উপকণ্ঠে ওয়েস্ট টাউন এলাকায় যান তাঁরা। তাঁরা এই এলাকার দৃশ্য ধারনের সময় মুখোশ পরা তিন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা ক্যামেরাসহ সবই কেড়ে নেয়।
ইউনিভিশন শিকাগো স্প্যানিশ ভাষার একটি টেলিভিশন চ্যানেল। এর সংবাদ শাখার ভাইস প্রেসিডেন্ট লুইজ গোদিনেজ। দুই সহকর্মীর ডাকাতির শিকার হওয়া প্রসঙ্গে শিকাগো ট্রিবিউনকে তিনি বলেন, ‘তাঁরা বন্দুকের ভয় দেখিয়ে ডাকাতি করে। ক্যামেরাসহ ব্যক্তিগত কিছু জিনিসপত্র নেয় ডাকাতেরা।’
লুইজ গোদিনেজ জানান, সাম্প্রতিক সময়ে ওয়েস্ট টাউনে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে সংবাদ সংগ্রহের জন্য গত সোমবার ভোরে সেখানে যান তাঁর সহকর্মীরা। প্রতিবেদনের জন্য ফুটেজও নেন। সকালের খবরে তা প্রচারের কথা ছিল। কিন্ত এর আগে তাঁরাই ডাকাতির শিকার হন।
শিকাগো পুলিশ জানিয়েছে, ডাকাতির শিকার দুই সংবাদকর্মীর একজনের বয়স ২৮, অন্যজনের ৪২ বছর। মুখোশ পরে ধূসর ও কালো রঙের দুটি গাড়িতে করে তিনজন ডাকাত এসেছিল তাঁদের কাছে। সশস্ত্র ডাকাতেরা দুই সংবাদকর্মীর সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাতির এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানায় শিকোগো পুলিশ।