২০০ বছর আগে শুরু হয় যে সংগীত উৎসব

উডস্টক সংগীত উৎসবে দূর থেকে শিল্পীদের সংগীত পরিবেশন উপভোগ করছেন দর্শনার্থীরা
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি হিপি সংগীত উৎসব ‘উডস্টক ফেস্টিভ্যাল’। তবে এই নামের সঙ্গে যুক্ত রয়েছে এক বিশাল ইতিহাস। যুক্তরাষ্ট্রের বিখ্যাত এ উৎসবের আদলে ২০০ বছর আগেই যুক্তরাজ্যে আয়োজিত হতো এক সংগীত উৎসব। এর নামও ছিল উডস্টক ফেস্টিভ্যাল। সম্প্রতি ইতিহাস সংরক্ষণবিদেরা (আর্কাইভিস্ট) এমনই কিছু নথি খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, ‘উডস্টক ফেস্টিভ্যাল’ অনেক আগে থেকেই হয়ে আসছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের উডস্টকের ব্লেনহেইম প্রাসাদ উডস্টল ফেস্টিভ্যালের ওই তথ্য সামনে এনেছে। বিবিসির তথ্য অনুযায়ী, আঠারো শতকের ব্লেনহেইম প্রাসাদ বিশ্ব ঐতিহ্যের অংশ। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল এই ভবনে। এখানকার সংরক্ষণবিদেরা বলেন, ১৭৬৯ সালে এখানে একটি সংগীত অনুষ্ঠান আয়োজনের তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ওই আয়োজনে ২০০ মানুষ উপস্থিত ছিলেন। পরে ১৯৬৯ সালেও এ আয়োজন হয়েছে। নথি অনুযায়ী, ১৯৬৯ সালের ওই সংগীত অনুষ্ঠানে প্রায় ৫ লাখ দর্শক-শ্রোতা উপস্থিত ছিল।

ইতিহাসবিদেরা মনে করছেন, এখনকার বিখ্যাত মার্কিন উডস্টক সংগীত উৎসবের প্রেরণা ছিল প্রকৃত যুক্তরাজ্যের উডস্টকের ওই আয়োজন।

ব্লেনহেইম প্রাসাদের আর্কাইভিস্ট অ্যালেক্সা ফ্রস্ট ওই নথি খুঁজে পান। তিনি বলেন, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের গবেষণাকাজে তথ্যের খোঁজ করতে গিয়ে তিনি উডস্টক সংগীত উৎসবের এ তথ্য আবিষ্কার করে ফেলেন।

অ্যালেক্সা ফ্রস্ট বলেন, ওয়াশিংটনের বিখ্যাত গবেষণাকেন্দ্র ও জাদুঘর স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের সঙ্গে তাঁরা নতুন আবিষ্কার নিয়ে কথা বলেছেন। তারা নিজস্ব সংরক্ষণাগার ও প্রদর্শনীকে হালনাগাদ করতে এ বিষয়ে আরও কাজ করার আগ্রহ দেখিয়েছে।

১৯৬৯ সালের উডস্টক সংগীত উৎসব ইতিহাসের অন্যতম আইকনিক সংগীত উৎসব হিসেবে পরিচিতি পেয়েছে। এটি হিপি সংস্কৃতির সর্বোচ্চ প্রদর্শন ছিল। নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি গরুর খামারে এ আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন রক তারকা দ্য হু, মার্কিন রক ব্যান্ড জেফারসন এয়ারপ্লেন ও মার্কিন ফোক-রক গ্রুপ ক্রসবি, স্টিলস, ন্যাশ অ্যান্ড ইয়াং। সে সময়কার ২৬ বছর বয়সী গিটারিস্ট জিমি হেন্ডরিক্সের গিটারে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ঐতিহাসিক নথি অনুযায়ী, আঠারো শতকের ওই অনুষ্ঠানে একজন অর্গানবাদক, বীণাবাদক এবং ভিনসেন্ট ফার্নিয়ার নামের একজন গায়ক সংগীত পরিবেশন করেছিলেন।