বাড়ির সুইমিংপুলে শরীর ঠান্ডা করে নিল ভালুক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির সুইমিংপুলে অপ্রত্যাশিত এক ‘দর্শনার্থী’ এসেছে। সুইমিংপুলের পানিতে নেমে নিজের শরীর ঠান্ডা করছে সে। বুরব্যাংক পুলিশের কাছে এমন একটি ফোন এসেছে। ফোনটি করেছেন প্রতিবেশী এক ব্যক্তি। সেই অপ্রত্যাশিত ‘দর্শনার্থী’ হচ্ছে এক ভালুক।

বুরব্যাংক পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ওই বাড়ির দিকে রওনা দেয়। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে পাসিও রেডিনডো ব্লকের সেই বাড়িতে গিয়ে পুলিশ সদস্যরা দেখেন, সুইমিংপুলে গা ডুবিয়ে বসে আছে ভালুকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বাড়ির পেছনের ওই সুইমিংপুলে পৌঁছানোর পর ভালুকটি বাড়ির সীমানাদেয়াল টপকে সেখান থেকে চলে যায়। সে বাড়ির পেছনে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে। পুলিশ বুরব্যাংক অ্যানিমেল শেল্টার এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের কর্মীদের সহায়তায় পরিস্থিতির দিকে নজর রাখছে।  

পুলিশ সুইমিংপুলে নেমে শরীর ঠান্ডা করার সময় ভালুকের একটি ভিডিও ধারণ করেছে। ওই ভিডিও তারা গণমাধ্যমেও সরবরাহ করেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় দাবদাহ চলছে। রাজ্যে তাপমাত্রা ৯৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড গেম বলছে, রাজ্যে ২৫ থেকে ৩০ হাজার কালো ভালুক রয়েছে।

বিভাগের কর্মকর্তারা ভালুক থেকে বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এই ভালুকের ওজন ৫০০ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ঘণ্টায় এই প্রাণী ৩৫ মাইল বেগে দৌড়াতে পারে। কর্মকর্তারা বাসিন্দাদের উদ্দেশ্যে বলছেন, ‘কখনো এই প্রাণীর মুখোমুখি হলে তাদের চলে যাওয়া পথ করে দিন।’