ট্রাম্প নাকি হ্যালি, সুপার টুয়েসডেতে ভাগ্যনির্ধারণ

অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন ‘টাইম জোনে’ ভোট গ্রহণ হওয়ায় ফলাফল পরিষ্কারভাবে জানতে কিছুটা সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্যে ও একটি অঞ্চলে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে ভোট গ্রহণ চলছে। গতকাল দেশটির নর্থ ক্যারোলাইনায়ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি মনোনয়ন পাচ্ছেন, তা অনেকটাই সুপার টুয়েসডের বাছাইয়ে (প্রাইমারিতে) নিশ্চিত হয়ে যাবে। অবশ্য তেমন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা অনেকটাই নিশ্চিত।

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ট্রাম্পের মনোনয়ন আটকে দিতে স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি হতে পারে হ্যালির সামনে শেষ সুযোগ। এদিন যেকোনো একজনের পক্ষে সমর্থন জানাবেন ১৫টি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটাররা।

সুপার টুয়েসডেতে সবচেয়ে বেশি অঙ্গরাজ্যে দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট ও ককাস অনুষ্ঠিত হয়। এবারের সুপার টুয়েসডেতে আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়ায় ভোট হবে। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতেও ভোট হবে।

রিপাবলিকান পার্টির ২ হাজার ৪২৯ প্রতিনিধির মধ্যে ৮৬৫ জনের সমর্থন ট্রাম্প নাকি হ্যালি পান, সেটিই নির্ধারিত হবে সুপার টুয়েসডেতে। ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতে ও আমেরিকান সামোয়ায় একই দিন ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিও অনুষ্ঠিত হবে। আলাস্কায় ভোট ৬ এপ্রিল।

অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন ‘টাইম জোনে’ ভোট গ্রহণ হওয়ায় ফলাফল পরিষ্কারভাবে জানতে কিছুটা সময় লাগতে পারে।

কে এগিয়ে—ট্রাম্প না হ্যালি

ট্রাম্পকে হারানোর ক্ষেত্রে হ্যালির কাছে পরিষ্কার কোনো পথ খোলা নেই। তবে সাবেক এ প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়ার পথ অন্তত ধীর করে দেওয়ার শেষ সুযোগ সুপার টুয়েসডেতে রয়েছে হ্যালির।

জনমত জরিপ অনুযায়ী, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের পাশাপাশি আলাবামা, মেইন ও মিনেসোটার মতো অঙ্গরাজ্যে ট্রাম্পের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। তাঁর প্রচার দলের অনুমান, সুপার টুয়েসডেতে অন্তত ৭৭৩ প্রতিনিধির সমর্থন পাবেন তিনি এবং এক বা দুই সপ্তাহ পর মনোনয়ন নিশ্চিত করবেন।

ট্রাম্প ইতিমধ্যে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, সাউথ ক্যারোলাইনা, মিশিগান, আইডাহো, মিজৌরিসহ প্রায় সব রিপাবলিকান প্রাইমারিতে বড় জয় পেয়েছেন। আর ওয়াশিংটন ডিসিতে জিতেছেন হ্যালি। এটি তাঁর জন্য ছোট হলেও একটি প্রতীক জয়।

ডোনাল্ড ট্রাম্প, নিকি হ্যালি

বাইডেনের অস্বস্তি ‘আনকমিটেড’ ভোট

ডেমোক্রেটিক পার্টি থেকে এবারের নির্বাচনে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তবে তাঁর জন্য অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘আনকমিটেড’ ভোট।

মিনেসোটা অঙ্গরাজ্যে প্রাইমারিতে বাইডেনের বিরুদ্ধে আনকমিটেড ভোট দেওয়ার জন্য প্রচার-প্রচারণা চলছে। ইসরায়েলকে সমর্থন প্রশ্নে অবস্থান বদলাতে তাঁকে চাপ দেওয়ার জন্য অ্যাকটিভিস্টরা এমন উদ্যোগ নিয়েছেন।

অ্যাকটিভিস্টদের আশা, সুপার টুয়েসডেতে প্রগতিশীল ডেমোক্র্যাট ও মুসলিম আমেরিকানদের জোটটি বাইডেনের বিপক্ষে আনকমিটেড ভোট দেবে। ব্যালটে প্রার্থীদের নামের তালিকা থেকে কাউকেই পছন্দ না হলে ভোটার তখন আনকমিটেড অংশটি বাছাই করতে পারেন।