করোনার শেষ দেখে চাকরি ছাড়বেন, এমন আশা করেন না ফাউচি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালক অ্যান্থনি ফাউচি
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বের শীর্ষ জনস্বাস্থ্যবিদ অ্যান্থনি ফাউচি অবসরের ঘোষণা দিয়েছেন। আশির দশক থেকে প্রতিটি সংক্রামক রোগের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ বাইডেনের বর্তমান মেয়াদ শেষে অবসরে যাবেন। গতকাল সোমবার এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো ও সিএনএনকে ৮১ বছর বয়সী অ্যান্থনি ফাউচি বলেছেন, ২০২৫ সালের জানুয়ারির কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

বাইডেনের চিফ মেডিকেল অ্যাডভাইজার ফাউচি সিএনএনকে বলেন, ‘আপনি তো সারা জীবন থাকতে পারবেন না। আমি আমার পেশাজীবনে আরও অন্য কাজ করতে চাই, যদিও আমার অনেক বয়স হয়েছে।’ পলিটিকোকে বলেন, কোভিডের প্রকোপ শেষ হওয়া পর্যন্ত তিনি থাকবেন না। কারণ, করোনা শিগগিরই যাচ্ছে না।

১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) অধীন এনআইএআইডির পরিচালক হিসেবে নিয়োগ পান। এরপর সাতজন মার্কিন প্রেসিডেন্টের অধীন দায়িত্ব পালন করেছেন। করোনার প্রকোপ শেষ হওয়া নিয়ে ফাউচি বলেন, ‘আমার মনে হয়ে, এটা (কোভিড) নিয়েই আমাদের চলতে হবে।’

চীন থেকে যখন গোটা বিশ্বে কোভিডের প্রাদুর্ভাব ছড়ায়, তখন মহামারি এই ভাইরাস নিয়ে আস্থা রাখার মতো তথ্যের উৎস হয়ে ওঠেন ফাউচি। তিনি তাঁর ঠান্ডা মেজাজ ও পেশাগত আচরণ নিয়ে প্রায় সংবাদমাধ্যমের সামনে আসতেন। সংবাদমাধ্যমে তাঁর শান্ত ও অধ্যাপকের মতো পরামর্শ মানুষের উদ্বেগ অনেকটা কমে।

যুক্তরাষ্ট্রের কোভিড মহামারি মোকাবিলার ব্যর্থতা নিয়ে সত্য কথা বলার কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এতে চিকিৎসক থেকে বিজ্ঞানী হয়ে ওঠা ফাউচি ডানপন্থীদের বিদ্বেষের মুখে পড়েন। পরিবার মৃত্যু ও হয়রানির হুমকি পাওয়ায় এখন তাঁকে নিরাপত্তা বলয়ে থাকতে হয়।