ট্রাম্পকে গ্রেপ্তারের সময় কী করছিলেন বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার নিয়ে শুক্রবার পর্যন্ত মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পকে যখন গ্রেপ্তার করা হয়, তখন বাইডেন লেক তাহোয়েতে অবকাশ যাপন করছিলেন। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ট্রাম্পের উড়োজাহাজ যখন অবতরণ করে তখন বাইডেন ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। আর সেই ফোনালাপের ঘোষণা দেয় হোয়াইট হাউস।

ট্রাম্পকে গ্রেপ্তারের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে পুনর্নির্বাচনের প্রচার নিয়ে কথা বলেন।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বাইডেন তাঁর প্রেসিডেন্টের অ্যাকাউন্ট থেকে পোস্টও দেন। করেন। তিনি ওই পোস্টে লেখেন, ‘আজ একটি বিষয় মনে রাখার মতো। আর সেটা হলো অন্ধকার ও আধিপত্য কখনো মানুষের হৃদয়ের স্বাধীনতার চেতনাকে দমাতে পারে না।’

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে ট্রাম্প যে আইনি সমস্যার মুখে পড়বেন সে বিষয়েও কোনো মন্তব্য করেননি বাইডেন। ট্রাম্প যে সময়ে ফুলটন কাউন্টি কারাগারে যাচ্ছিলেন সে সময়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুনর্নির্বাচনের প্রচারে তহবিলের জন্য আহ্বান জানান বাইডেন।

বাইডেন এক্সে আরও লেখেন, ‘আমি মনে করি নির্বাচনী প্রচারে তহবিল দেওয়ার জন্য আজকের দিনটি ভালো’।

গত ১ আগস্ট আলাদা একটি মামলায় ট্রাম্পকে যখন অভিযুক্ত করা হয় তখনো বাইডেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যে সৈকতে অবকাশযাপন করছিলেন।

হোয়াইট হাউস বলেছে, জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বাইডেন ইউক্রেনে এফ ১৬ যুদ্ধবিমান পরিচালনার জন্য পাইলটদের প্রশিক্ষণ নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে ইউক্রেনে এফ ১৬ যুদ্ধ বিমান দিতে অন্যান্য দেশগুলোর দ্রুত অনুমোদন নিয়ে কথা বলেছেন।