এবার কানাডার আকাশে ‘রহস্যজনক বস্তু’, যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত

কানাডার আকাশে শনাক্ত হওয়া ‘রহস্যজনক বস্তু’ মার্কিন যুদ্ধবিমান এফ–২২ এর মাধ্যমে ভূপাতিত করা হয়েছে
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশসীমায় একটি ‘রহস্যজনক বস্তু’ শনাক্ত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার এ তথ্য জানান। খবর বিবিসির।

জাস্টিন ট্রুডো জানান, কানাডার উত্তর–পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু শনাক্তের পর যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়।

রহস্যজনক বস্তু শনাক্তের পর সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডা। শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান এফ–২২ রহস্যজনক বস্তু ভূপাতিত করে।

আরও পড়ুন

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন জানিয়ে ট্রুডো বলেন, ‘এখন কানাডার বাহিনী ভূপাতিত হওয়া বস্তুতি বিশ্লেষণ করে দেখবে।’

আকাশে অনেক ওপর দিয়ে উড়তে থাকা এই রহস্যজনক বস্তুটি প্রথম শনাক্ত করে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড। যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে নজরদারির দায়িত্ব পালন করে এই সংস্থাটি। কানাডার আকাশে রহস্যজনক এই বস্ত শনাক্ত করার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আরও পড়ুন

তবে যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা বস্তুটিকে ‘রহস্যজনক’ বলা হলেও কানাডার আকাশসীমায় ঢুকে এই বস্তু প্রকৃতপক্ষে কি সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশসীমায় একটি রহস্যজনক বস্তুকে উড়তে দেখা যায়। আকাশে অনেক ওপর দিয়ে উড়ছিল সেই বস্তুটি। রহস্যজনক এই বস্তু শনাক্ত হওয়ার পরে মার্কিন যুদ্ধবিমান পাঠিয়ে সেটা ধ্বংসও করা হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে সেদিন জানানো হয়।

আরও পড়ুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত হয়। এরপর যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান পাঠিয়ে সেই বেলুন ভূপাতিত করে। এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রহস্যজনক বস্তু শনাক্তের পরদিন কানাডার আকাশসীমাতেও একটি রহস্যজনক বস্তু শনাক্ত করা হলো।