পাসপোর্ট খেল কুকুর, অনিশ্চিত হলো বিয়ে
কুকুর পাসপোর্টের পাতা খেয়ে ফেলেছে। এতে নির্ধারিত সময়ে বিয়ে নিয়ে শঙ্কায় পড়েছেন এক মার্কিন নাগরিক। শুনতে গোলমেলে হলেও এমন ঘটনা যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাউথ বোস্টনে ঘটনাটি ঘটে।
সাউথ বোস্টনের বাসিন্দা ডোনাতো ফ্রাতারলি জানান, ৩১ আগস্ট ইতালিতে তাঁর বিয়ে হওয়ার দিন–তারিখ ঠিক হয়েছে। এ কারণে বাগ্দত্তাসহ তাঁকে স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) ইতালির উদ্দেশে উড়োজাহাজে চড়ার কথা। কিন্তু সবকিছু গোলমেলে করে ফেলেছে তাঁদের গোল্ডেন রেট্রিভার প্রজাতির পোষা কুকুর চিকি।
ফ্রাতারলি বিষয়টি খোলাসা করে বলেন, কয়েক দিন আগে প্রেমিকাসহ (বাগ্দত্তা) তিনি বাড়ি আসেন। এরপর যা দেখলেন, তা রীতিমতো তাঁদের হতবিহ্বল করে দেয়। তিনি দেখেন, দেড় বছর বয়সী চিকি তাঁর (ফ্রাতারলি) পাসপোর্টের কয়েকটি পাতা দিব্যি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। আর এতেই অনিশ্চিত হয়ে যায় সময়মতো উড়োজাহাজে চড়ার ও সময়মতো বিয়ের বিষয়টি।
ফ্রাতারলি বলেন, পাসপোর্টের এই অবস্থা দেখে তাঁরা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। যাতে একসঙ্গে তাঁদের ইতালিতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ ও সিনেটর মার্কির কার্যালয় তাঁকে সর্বাত্মক সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সময়ে তাঁকে একটি নতুন পাসপোর্ট তৈরি করে দিতে চেষ্টা করেন।
স্থানীয় সময় শুক্রবারের (গতকাল) মধ্যে নতুন পাসপোর্ট হাতে পেলে ফ্রাতারলির ইতালির উদ্দেশে উড্ডয়নের কথা রয়েছে। আর যদি এদিনের মধ্যে পাসপোর্ট না পান, তাহলে তাঁকে ছাড়াই তাঁর বাগ্দত্তা ও অতিথিরা ইতালির উদ্দেশে রওনা করবেন। ফ্রাতারলি বলেন, যদি ৩১ আগস্টের আগেও তিনি নতুন পাসপোর্ট পান তাহলেও তিনি ইতালির পথ ধরবেন। আর যদি এত সব চেষ্টা বিফলে যায়, তাহলে তিনি বাগ্দত্তা ও অতিথিদের যুক্তরাষ্ট্রের চলে আসতে বলবেন। এরপর যুক্তরাষ্ট্রেই তাঁরা বিয়ের কাজটি সারবেন।
ফ্রাতারলি বলেন, এত দিন বইয়ের পাতায় লেখা হতো—কেউ যদি বাড়ির কাজ করতে ভুলে যেত, তাহলে (অজুহাত হিসেবে) বলত, কুকুর আমার বাড়ির কাজ খেয়ে (নস্যাৎ করে) ফেলেছে। কিন্তু এখন সেই গল্পের বদলে বইয়ে তাঁর গল্প লেখা যেতে পারে।