উড়োজাহাজে সাপ দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওই সাপ উঠে পড়েছিল
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি যাচ্ছিল একটি যাত্রীবাহী উড়োজাহাজ। সে উড়োজাহাজের বিজনেস ক্লাসে অনাকাঙ্ক্ষিতভাবে উঠে পড়ে একটি সাপ। উড়োজাহাজে হঠাৎ একটি সাপের উপস্থিতি টের পাওয়ার পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনা ঘটে গত সোমবার। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের।

নিওয়ার্ক ও নিউ জার্সির বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লোরিডার টামপা শহর থেকে যাত্রীবাহী ওই উড়োজাহাজ সোমবার বিকেলে নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইউনাইটেড এয়ারলাইনসের ২০৩৮ ফ্লাইটে একটি সাপ পাওয়া যায়। সাপটি ছিল নিরীহ প্রজাতির।

উড়োজাহাজটি অবতরণের পর রানওয়ে থেকে মূল ফটকের দিকে যাচ্ছিল। এ সময় বিজনেস ক্লাস কেবিনের যাত্রীরা চিৎকার–চেঁচামেচি ও লাফাতে শুরু করেন। এ সময় বিমানবন্দরে পশু–প্রাণী চলাচল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত কর্মকর্তা ও বিমানবন্দর পুলিশ ফটকে ছিল। তাঁরা উড়োজাহাজ থেকে সাপ বের করে আনেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র শেরিল আন আলবিয়েজ গত মঙ্গলবার বলেন, যাত্রীদের চিৎকার শুনে তাঁরা সাপটি উদ্ধার করেন। পরে সাপটি জঙ্গলে ছাড়া হয়। মুখপাত্র আরও জানান, উড়োজাহাজে সাপ ওঠার ঘটনায় কেউ আহত হননি।

বিমানবন্দরের কার্যক্রমেও প্রভাব পড়েনি। উড়োজাহাজটি নিওয়ার্ক ছেড়ে চলে গেছে।
ইউনাইটেড এয়ারলাইনসের একজন মুখপাত্র বলেন, যাত্রীরা উড়োজাহাজে থাকা ক্রু সদস্যদের একটি সাপ দেখার কথা জানালে তারা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বাণিজ্যিক একটি ফ্লাইটে কীভাবে সাপ উঠল, সে বিষয়ে বিমানবন্দর ও এয়ারলাইনস কর্তৃপক্ষ কিছু বলেনি।