ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে প্রাণহানি ৪৫

ইয়ান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম
ছবি: রয়টার্স

ঘূর্ণিঝড় ইয়ানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে গতকাল শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়। এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড় হিসেবে স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্থলভাগে আছড়ে পড়ে।

আরও পড়ুন

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে, গতকাল রাত নাগাদ ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৬০ মাইল বেগে বয়ে যায়। এটি রাতেই দুর্বল হয়ে উত্তর ক্যারোলিনা বা ভার্জিনিয়ায় স্থানীয় সময় আজ শনিবার শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

দুই দিন আগে ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে।  উপকূলের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে এই অঙ্গরাজ্যে। ঘরবাড়ির পাশাপাশি প্রাইভেট কারও পানির তোড়ে ভেসে গেছে। জলোচ্ছ্বাসে ডাঙায় উঠে এসেছে অনেক নৌযান।

এদিকে ফ্লোরিডার ২৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। সেখানকার হারডি কাউন্টির সব বাসিন্দাই বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন।