১ ডলারে ইউক্রেনকে দুটি উন্নত ড্রোন দিতে চায় মার্কিন কোম্পানি

এমকিউ-১সি গ্রে ইগল ড্রোন
ছবি: রয়টার্স

মাত্র এক ডলারের প্রতীকী মূল্যে ইউক্রেনকে দুটি উন্নত সামরিক নজরদারি ড্রোন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় কোম্পানি। খবর এএফপির।

জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেমস নামের মার্কিন কোম্পানি গতকাল বুধবার এমন ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা মার্কিন সরকারকে এই ড্রোন বিক্রির বিষয়টি অনুমোদন দিতে আহ্বান জানিয়েছে।

জেনারেল অ্যাটোমিক বলেছে, তারা কয়েক মাস ধরে ইউক্রেনকে শক্তিশালী গ্রে ইগল ও রিপার ড্রোন সরবরাহের জন্য ওয়াশিংটনকে অনুরোধ করছে। এই ড্রোন আফগানিস্তান, সিরিয়া, ইরাকসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবহার করেছে মার্কিন বাহিনী। এসব এলাকায় নজরদারি ও নিশানাভিত্তিক হামলার ক্ষেত্রে এই ড্রোনের প্রভাব ছিল দুর্দান্ত।

কোম্পানিটির তথ্যমতে, তারা যে ড্রোন দুটি ইউক্রেনের কাছে বিক্রি করতে চায়, সেগুলো মাঝারি উচ্চতা দিয়ে দীর্ঘ দূরত্বের পথ উড়তে পারে। এই ড্রোন কোনো বাহিনীর শক্তি বাড়িয়ে দিতে সক্ষম। রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইউক্রেনের এই প্রযুক্তি দরকার।

মার্কিন সামরিক বাহিনী ইউক্রেনকে বেশ কয়েকটি ছোট ড্রোন সরবরাহ করেছে। এগুলো হামলা ও নজরদারি চালাতে সক্ষম। তবে এগুলো জেনারেল অ্যাটোমিকের ড্রোনের মতো উন্নত প্রযুক্তি ও দূরপাল্লার সক্ষমতাসম্পন্ন নয়।

জেনারেল অ্যাটোমিকের প্রধান নির্বাহী লিন্ডেন ব্লু এক বিবৃতিতে বলেছেন, রুশ হামলার শুরু থেকেই তাঁরা এমকিউ-৯ রিপার ও এমকিউ-১সি গ্রে ইগলসহ তাঁদের প্রযুক্তিপণ্যগুলো ইউক্রেনীয় বাহিনীকে দেওয়ার উপায় খুঁজতে থাকেন।

লিন্ডেন ব্লু বলেন, তাঁর কোম্পানি বিনা খরচে ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের প্রশিক্ষণ দেওয়ারও প্রস্তাব দিয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এক ডলারের প্রতীকী মূল্যে নিজস্ব দুটি প্রশিক্ষণ ড্রোন ইউক্রেনকে হস্তান্তর করতে প্রস্তুত। এ ক্ষেত্রে তারা একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ অন্যান্য হার্ডওয়্যারও দেবে।