ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তহবিল প্রত্যাহার ট্রাম্পের

নিউইয়র্ক সিটিতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসছবি: এএফপি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ কোটি ডলারের ফেডারেল তহবিল প্রত্যাহার করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশ্ববিদ্যালয়টি ইহুদি শিক্ষার্থীদের হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইহুদি শিক্ষার্থীদের ক্রমাগত হয়রানির মুখে নিষ্ক্রিয়তার’ কারণে তহবিল কমানো হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে গত বছর প্রতিবাদমুখর হয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ফিলিস্তিনের সমর্থনে হওয়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ‘অবৈধ বিক্ষোভে’ জড়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফেডারেল তহবিল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।