ক্যালিফোর্নিয়ার বারে গুলি, বন্দুকধারীসহ নিহত ৪

প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে একটি বারে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ছয়জন।

গতকাল বুধবার স্থানীয় শেরিফের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অরেঞ্জ কাউন্টি শেরিফের দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ট্রাবুকো ক্যানিয়নে কুকস কর্নার নামের বারে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে।

সিবিএস লস অ্যাঞ্জেলেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বারে হামলার ঘটনায় প্রাথমিকভাবে পাঁচজন নিহতের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বারে গুলি ছুড়েছিলেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে তিনি নিহত হন।

শেরিফের কার্যালয় থেকে বন্দুকধারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তিনি কীভাবে নিহত হয়েছেন, তা–ও জানানো হয়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।