৯ হাজার ফুট ওপর থেকে স্কেটবোর্ড নিয়ে লাফিয়ে বিশ্ব রেকর্ড ব্রাজিলের তরুণীর

লেতিসিয়া বুফোনি
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকডর্স থেকে নেওয়া

প্রায় ৯ হাজার ফুট ওপর থেকে স্কেটবোর্ড নিয়ে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রাজিলের লেতিসিয়া বুফোনি (২৯)। সি-১৩০ হারকিউলিস বিমান থেকে লাফ দিয়ে তিনি নতুন এই রেকর্ড গড়েছেন বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। খবর এনডিটিভির

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যমতে, স্কেটবোর্ড নিয়ে চলন্ত বিমান থেকে লাফ দেন বুফোনি। সি-১৩০ হারকিউলিস মডেলের বিমানটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় ব্যবহার করা হয়েছিল। প্রায় ২০ পাউন্ড ওজনের প্যারাস্যুট নিয়ে তিনি বিমান থেকে লাফ দেন। এ সময় তাঁর পায়ে স্কেটবোর্ড ছিল।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, এই রেকর্ড গড়ার আগে নারীদের এক্স গেমস স্কেটবোর্ডে সর্বোচ্চ স্ট্রিট গোল্ড মেডেল জিতেছিলেন ব্রাজিলিয়ান এই তরুণী। এ ছাড়া নারীদের এক্স গেমস সামার ডিসিপ্লিনেও সর্বোচ্চ পদক জয় করেছিলেন লেতিসিয়া বুফোনি।

লেতিসিয়া বুফোনির জন্ম ব্রাজিলের সাও পাওলো শহরে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় থাকেন।