আদালত থেকে প্রচার—একাই সামলাচ্ছেন ট্রাম্প, মেলানিয়া কোথায়?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
ফাইল ছবি: এএফপি

সময়টা ভালো যাচ্ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এখন তাঁর প্রচারণায় ব্যস্ত থাকার কথা। সেখানে ট্রাম্পকে বারবার আদালতে ছুটতে হচ্ছে। আইনি মারপ্যাঁচ সামাল দিতে হচ্ছে। কিন্তু এই লড়াইয়ে ট্রাম্পের পাশে নেই স্ত্রী মেলানিয়া। আদালত থেকে নির্বাচনী সভা—কোথাও ট্রাম্পের পাশে মেলানিয়াকে দেখা যায়নি। এ নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে, মেলানিয়া কোথায়?

হোয়াইট হাউস ছেড়ে আসার পর রাষ্ট্রীয় গোপন নথি ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে রেখেছিলেন তিনি। এ অভিযোগে গত মঙ্গলবার মিয়ামির ফেডারেল আদালতে শুনানি শুরু হয়। শুনানির আগে আদালতে আত্মসমর্পণ করলে ট্রাম্পকে গ্রেপ্তার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়। যদিও ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য সাবেক এক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার ঘটনায় আইনি ঝামেলায় জড়ান ট্রাম্প। আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এই মামলাতেও বারবার আদালতে ছুটতে হয়েছে ট্রাম্পকে। ফ্লোরিডা থেকে নিউইয়র্কের আদালতে প্রতিবারই লটবহর, মোটর শোভাযাত্রা নিয়ে হাজির হয়েছেন ট্রাম্প। কিন্তু মেলানিয়াকে স্বামীর পাশে একবারও দেখা যায়নি। এমনকি স্বামীর সমর্থনে কোনো বিবৃতিও দেননি তিনি।

যেকোনো স্ক্যান্ডাল বা সংকটের সময় রাজনীতিকদের স্ত্রীরা সব সময় স্বামীর পাশে থেকেছেন। আমেরিকানরা সাধারণত এমনটা দেখে অভ্যস্ত। তাই ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে মেলানিয়ার শারীরিকভাবে পাশে না থাকাটা সবার চোখে পড়েছে।
— ক্যাথেরিন জেলিসন, ওহাইও ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক।

ওহাইও ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ক্যাথেরিন জেলিসন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের নিয়ে গবেষণামূলক কাজ করেন। ক্যাথেরিন বলেন, যেকোনো স্ক্যান্ডাল বা সংকটের সময় রাজনীতিকদের স্ত্রীরা সব সময় স্বামীর পাশে থেকেছেন। আমেরিকানরা সাধারণত এমনটা দেখে অভ্যস্ত। তাই ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে মেলানিয়ার শারীরিকভাবে পাশে না থাকাটা সবার চোখে পড়েছে।

ট্রাম্পের আদালতে আত্মসমর্পণের আগে মেলানিয়া নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে ছিলেন। আর ট্রাম্প ছিলেন তাঁর নিউ জার্সির গ্রীষ্মকালীন আবাসে। পরে সেখান থেকে ফ্লোরিডায় যান ট্রাম্প। এরপর নিউইয়র্কে ফেরেন তিনি। ট্রাম্পের নিউ জার্সি থেকে ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার এক দিন আগে এক ছবিতে মেলানিয়াকে ট্রাম্প টাওয়ার থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সূত্রের খবর, মেলানিয়া ম্যানহাটনে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ট্রাম্পের গোপন নথিসংক্রান্ত আইনি ঝামেলা নিয়ে কথা বলেছেন।

নীরব থাকার মধ্য দিয়ে মেলানিয়া নিজের মর্যাদা ধরে রাখার কৌশল বেছে নিয়েছেন। তাঁর এই নীরবতা ইচ্ছাকৃত। তিনি নিজেই আত্মরক্ষামূলক এই কৌশল বেছে নিয়েছেন।
—স্টেফানি উইনস্টন ওলকফ, ভোগ সাময়িকীর সাবেক নির্বাহী।

আদালতে অভিযুক্ত হতে যাচ্ছেন, এমন খবর শোনার পর মার-এ-লাগো রিসোর্টে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তোপ দেগেছেন। ওই বক্তব্যের সময়ও স্লোভানিয়ান বংশোদ্ভূত ৫৩ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়াকে ট্রাম্পের পাশে দেখা যায়নি। মেলানিয়ার বাবা ট্রাম্পের সঙ্গে ছিলেন। যদিও মেলানিয়া তখন মার-এ-লাগোতেই ছিলেন।

আরও পড়ুন

ট্রাম্প ওই বক্তব্যে তাঁর পরিবারের সদস্যদের পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন। কিন্তু একবারও মেলানিয়ার নাম নেননি। এ ঘটনা ট্রাম্প-মেলানিয়ার ‘লেনদেনযুক্ত’ বিয়ের গুঞ্জন জোরালো করেছে। ২০২০ সালে ভোগ সাময়িকীর সাবেক নির্বাহী স্টেফানি উইনস্টন ওলকফ এই অভিযোগ তুলেছিলেন। স্টেফানি এক সময় মেলানিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

আদালতে অভিযুক্ত হতে যাচ্ছেন, এমন খবর শোনার পর মার-এ-লাগো রিসোর্টে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। এতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তোপ দেগেছেন। ওই বক্তব্যের সময়ও স্লোভানিয়ান বংশোদ্ভূত ৫৩ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়াকে ট্রাম্পের পাশে দেখা যায়নি। মেলানিয়ার বাবা ট্রাম্পের সঙ্গে ছিলেন। যদিও মেলানিয়া তখন মার-এ-লাগোতেই ছিলেন।

যদিও মেলানিয়ার দপ্তর এক বিবৃতি দিয়ে এই অভিযোগ অস্বীকার করেছে। সেইসঙ্গে ‘বেনামি সূত্রের’ বরাতে ছাপা হওয়া যেকোনো তথ্যের সত্যতা নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

মেলানিয়া ফ্লোরিডা থেকে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ফিরলেও স্বামীর সঙ্গে আদালত অভিমুখে মোটর শোভাযাত্রায় অংশ নেননি। এ বিষয়ে জানতে এএফপির পক্ষ থেকে মেলানিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। আর স্টেফানি উইনস্টন ওলকফ বলেন, নীরব থাকার মধ্য দিয়ে মেলানিয়া নিজের মর্যাদা ধরে রাখার কৌশল বেছে নিয়েছেন। তাঁর এই নীরবতা ইচ্ছাকৃত। তিনি নিজেই আত্মরক্ষামূলক এই কৌশল বেছে নিয়েছেন।

আরও পড়ুন

এর আগে ট্রাম্প তাঁর দীর্ঘদিনের মিত্র রজার স্টোনের রেডিও শো-তে অংশ নেন। সেখানে তাঁকে আদালতের শুনানিতে মেলানিয়ার সম্ভাব্য অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ট্রাম্প জবাব দেন, ‘তিনি (মেলানিয়া) উল্লেখ্যযোগ্য পরিমাণ অর্থ আয় করেছেন... একজন সফল মডেল ছিলেন। এসবে তাঁর কিছু এসে যায় না। যদিও তাঁর একটি দুর্দান্ত হৃদয় রয়েছে। তিনি আত্মবিশ্বাসী একজন মানুষ।’

ট্রাম্পের দুঃসময়ে মেলানিয়ার এভাবে আড়ালে থাকাটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রন ডিস্যান্টিস ও তাঁর স্ত্রী ক্যাসি ডিস্যান্টিস। ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস আগামী নির্বাচনে রিপাবলিকান দলীয় ফোরামে ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বী। এই উপলক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। আর প্রচারণায় ডিস্যান্টিসের পাশে রয়েছেন তাঁর স্ত্রী ক্যাসি।

মেলানিয়া ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স
আরও পড়ুন

এ বিষয়ে অধ্যাপক ক্যাথেরিন জেলিসন বলেন, দুই নারীর (ক্যাসি ও মেলানিয়া) চুল অনেকটা একই রকম। দুজনে মনোযোগ কেড়ে নেওয়া পোশাক পরেন। এ কারণে তাঁদের নিয়ে তুলনা করেন অনেকেই। তবে ক্যাসি তাঁর স্বামীর রাজনৈতিক জীবন নিয়ে আগ্রহী। প্রচারণায় পাশে থাকেন। মেলানিয়াকে এ পর্যায়ে এসে স্বামীর রাজনৈতিক জীবনে সহায়তা করতে অনাগ্রহী বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন