ন্যাটোর সম্প্রসারণ সিনেটে অনুমোদন

ন্যাটোভুক্ত দেশগুলোর পতাকা
ছবি : রয়টার্স

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডকে যুক্ত করার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। খবর এএফপির

ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে গত বুধবার দেওয়া সিনেটের এই অনুমোদনের ফলে ন্যাটো জোট সম্প্রসারণের বিষয়টি দৃড় সমর্থন পেল। সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে অন্তর্ভুক্তির পক্ষে সিনেটে ৯৫ ভোট পড়ে আর বিপক্ষে যায় ১ ভোট।

ন্যাটোভুক্ত ৩০ দেশের মধ্যে এ নিয়ে ২৩ দেশের সমর্থন পেল সুইডেন ও ফিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে দ্রুত অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানান।

তিনি বলেন, ঐতিহাসিক ভোট ন্যাটোর প্রতি টেকসই ও দলমত নির্বিশেষে মার্কিন প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ সংকেত দেয়।