মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় গিটার বাজালেন রোগী

প্রতীকী ছবি

ক্রিস্টিয়ান নোলেনের মস্তিষ্কে চলছে অস্ত্রোপচার। তাঁর মাথায় একটি টিউমার। সেটি বের করা হবে। এ সময় পেশাদার গিটারিস্ট ক্রিস্টিয়ান গিটার বাজিয়ে চলেছেন। তিনি ১৯৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় বেশ কয়েকটি রক সংগীতের সুর তোলেন গিটারে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলস শহরে এ ঘটনা ঘটে।

এই প্রক্রিয়া সাধারণভাবে সজাগ মস্তিষ্কে অস্ত্রোপচার নামে পরিচিত। তখন আংশিক বা পুরো সময় রোগী জেগে থাকেন, তাঁর হুঁশ থাকে।

ইউনিভার্সিটি অব মিয়ামির সিলভেস্টার কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারে ক্রিস্টিয়ানের এই অস্ত্রোপচার করা হয়। তাঁর মস্তিষ্কে টিউমারটি শনাক্ত হওয়ার ১০ দিন পরই অস্ত্রোপচার হয়। টিউমারের কারণে নানা উপসর্গের মধ্যে একটি ছিল তিনি তাঁর বাঁ হাতটি ঠিকভাবে নাড়তে পারছিলেন না। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন।

অস্ত্রোপচারের প্রস্তুতি শুরুর আগে ক্রিস্টিয়ানের কাছে চিকিৎসকেরা জানতে চেয়েছিলেন, তিনি অস্ত্রোপচারের সময় গিটার বাজাতে চান কি না। এর পেছনে অবশ্য দুটি উদ্দেশ্য ছিল। একটি হলো চিকিৎসকদের দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া এবং রোগীদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কার্যাবলি সচল রাখতে তাঁদের সহায়তা করা।

ইউনিভার্সিটি অব মিয়ামি ব্রেন টিউমার ইনিশিয়েটিভ ডিরেক্টর ড. রিকার্ডো কোমোটার ফক্স নিউজকে বলেন, ‘টিউমারটি যদি মস্তিষ্কের খুব জটিল জায়গায় হয়ে থাকে, যেখান থেকে মানুষের কথা বলা বা ভাষা বুঝতে পারা বা চলাফেরা নিয়ন্ত্রিত হয়, তখন আমরা রোগীকে ক্রমাগত পর্যবেক্ষণ করতে জাগিয়ে সার্জারি করতে চাই, যাতে আপনার মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হচ্ছে কি না, সেটা আপনি বুঝতে পারবেন। আর সেই চিন্তা থেকেই ক্রিস্টিয়ানকে গিটার বাজানোর প্রস্তাব দেওয়া হয়।’

কোমোটার বলেন, অস্ত্রোপচারের সময় গিটার বাজানোর প্রস্তাবে নোলেন প্রথমে হকচকিত হয়ে গেলেও পরে তিনি সেই কাজটি ভালোভাবেই করেছেন।