টানা ৫৫ ঘণ্টায় নিলেন ৯০ জনের সাক্ষাৎকার

স্পেনের মারবেলায় এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক্স থেকে

নাইজেরিয়ার এক নারী দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি টানা ৫৫ ঘণ্টা ২৪ সেকেন্ড ধরে ৯০ জনের সাক্ষাৎকার নিয়েছেন।

ক্লারা চিজোবা ক্রোনবার্গ ইউটিউবে এক টক শোর আয়োজন করেন। সেই অনুষ্ঠানের নাম ছিল ‘ওমেনস ওয়ার্ল্ড শো’। আগের রেকর্ডধারী ছিলেন রব ওলিভার। তিনি ২০২২ সালে ৩৭ ঘণ্টা ৪৪ মিনিট ধরে টানা সাক্ষাৎকার নিয়েছিলেন।

ম্যারাথন এই সাক্ষাৎকারে বিভিন্ন ক্ষেত্রে সফল এমন নারীদের সঙ্গে কথোপকথন চলে। যেমন রাজনীতিবিদ, ব্যবসায়ী, কনটেন্ট নির্মাতা এবং এমন অনেক নারী, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে কীভাবে সফলতা পেয়েছেন, সেসব কথা হয়।

ক্রোনবার্গ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, এই রেকর্ড গড়ার উদ্দেশ্য ছিল বিভিন্ন ব্যক্তিদের একত্র করা, তাঁদের অনুপ্রেরণামূলক গল্পগুলো ভাগ করে নেওয়া এবং বিশ্বব্যাপী অর্থপূর্ণ সংযোগ তৈরি করা।

ক্রোনবার্গ আরও বলেন, ‘আমি সবার আওয়াজ তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে কঠোর পরিশ্রমী নারীদের। তাঁদের মতো যাঁরা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, সেই নারীদের এই গল্পগুলো অনুপ্রাণিত করবে।’

নাইজেরিয়ায় তুলনামূলক দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠার সময়ই মানুষের সাফল্যের গল্পগুলো তুলে ধরার প্রতি ক্রোনবার্গের আগ্রহ জন্মে।

ক্রোনবার্গ স্পেনের মারবেলায় নোঙর করা প্রমোদতরিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠানটির আয়োজন করেন। প্রতি এক ঘণ্টা পরপর তিনি পাঁচ মিনিটের বিরতি নেন। এই দীর্ঘ সময়ে প্রচুর পানি পানের কারণে তাঁর কণ্ঠস্বর রুক্ষ হয়ে গিয়েছিল। পাশাপাশি অনুষ্ঠান থেকে যেন উঠতে না হয়, সে জন্য তিনি বড়দের ডায়াপারও পরেন। এত লম্বা সময় বসে থাকার কারণে তাঁর ঘাড় ও পিঠব্যথা এবং ঘুমের ঘাটতি হয়।

রেকর্ড সম্পর্কে ক্রোনবার্গ বলেন, ‘আমি শারীরিক, মানসিক, আর্থিক এবং আবেগ—যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি , সেসব মনে করে...এটিকে খুবই অবাস্তব মনে হয়।’