একটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর গতকাল বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ছবি: রয়টার্স

ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর গতকাল বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞায় পড়া কোম্পানিটির নাম বিষ্ণু ইনকরপোরেশন। কোম্পানিটি মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘোষণায় বলা হয়, কোম্পানিটির একটি জাহাজ অবৈধ চালানের সঙ্গে জড়িত।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মালবাহী জাহাজটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স (আইআরজিসি-কিউএফ) ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অর্থায়নকারী সাইদ আল-জামালের সঙ্গে সংশ্লিষ্ট। সাইদ আল-জামালের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে।

মার্কিন ট্রেজারি দপ্তরের কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানোসহ সন্ত্রাসী হামলায় অর্থায়নে আইআরজিসি-কিউএফ ও হুতিদের প্রচেষ্টা নস্যাৎ করতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রায়ান নেলসন আরও বলেন, বেসামরিক ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ অর্থায়ন উৎসগুলোকে লক্ষ্যবস্তু করে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

লোহিত সাগরে জাহাজ নিশানা করে হামলা চালিয়ে আসছে হুতিরা। এই হামলা ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনের হুতিরা বলেছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে তারা ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজ নিশানা করছে।