কুকুরের তাড়া খেয়ে পালাল কালো ভালুক

ভালুক
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে বাড়ির আঙিনায় খেলছিল ৪ বছরের শিশু। তার দিকে এগিয়ে আসছিল একটি কালো ভালুক। তবে বাড়ির কুকুর অবস্থা দেখে ভালুকের দিকে তেড়ে যায়। কুকুরের তাড়া খেয়ে পালিয়ে যায় ভালুকটি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দৃশ্যটি।

অঙ্গরাজ্যের শেরম্যানের বাসিন্দা গ্রেগরি গ্র্যান্ট তাঁর শিশুসন্তান গ্যাভিনের ভিডিও দেখান। ভিডিওতে বাড়ির আঙিনায় একটি কালো ভালুক ধরা পড়ে এবং তাকে পালিয়ে যেতে দেখা যায়।

চলতি সপ্তাহে প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রেগরির পরিবারের ৮ বছর বয়সী কুকুর জ্যাক দৌড়াচ্ছে। জ্যাকই ভালুককে তাড়িয়ে বাড়ির বাইরে বের করে দেয়।  
গ্র্যান্ট বলেন, জ্যাককে ঘটনার দিন সন্ধ্যায় পুরস্কৃত করা হয়েছে। তাকে গোসল দেওয়া হয়েছে এবং আইসক্রিমসহ নানা কিছু খাওয়ানো হয়েছে।

কানেটিকাট অঙ্গরাজ্যের জ্বালানি ও পরিবেশ সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভালুকের এমন আচমকা হানার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

জ্যাকই এমন প্রথম পোষা প্রাণী, বিষয়টি তা নয়। সেই শুধু ভালুক থেকে মালিকের সম্পত্তি রক্ষা করেছে, এমন নয়। যুক্তরাষ্ট্রেরই নিউহ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের থরটন এলাকার বাসিন্দা মার্ক ল্যাকরয়েক্স এমন একটি ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছিলেন। এতে দেখা যায়, তাঁর পোষা ব্রুনো নামের ১৮ পাউন্ড ওজনের মেইন কুন প্রজাতির বিড়াল একটি ভালুককে তাড়িয়ে দিচ্ছে।