স্টরমি ড্যানিয়েলস: ট্রাম্পের অভিযুক্ত হওয়া নিয়ে যা বলছে মার্কিন গণমাধ্যম

ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ঘটনাকে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করেছেন নিউইয়র্কের ‘গ্র্যান্ড জুরি’। ট্রাম্প ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হতে যাওয়া দেশটির প্রথম সাবেক প্রেসিডেন্ট।

ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ঐতিহাসিক এ ঘোষণা বৃহস্পতিবার রাতে দেয় ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। এর আগে কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আলোচনা চলছিল।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ট্রাম্পের সাবেক এক আইনজীবী ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ওই অর্থ যে উপায়ে দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ফৌজদারি অপরাধে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে।

ইতিহাসে প্রথমবার সাবেক একজন প্রেসিডেন্ট অভিযুক্ত করার এ ঘটনা যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দেশটির কিছু প্রভাবশালী গণমাধ্যমও এ নিয়ে লিখেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পঠিত কিছু সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগ কীভাবে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে, নিচে তা তুলে ধরা হলো।

নিউইয়র্ক টাইমস

উদার সম্পাদকীয় নীতির জন্য পরিচিত নিউইয়র্ক টাইমস ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ঘটনাকে স্বাগত জানিয়েছে। সংবাদমাধ্যমটি লিখেছে, ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনি রীতি উপেক্ষা করে এসেছেন। তিনি এমন আচরণ করেছেন যেন আইন তাঁর জন্য প্রযোজ্য নয়।

‘ডোনাল্ড ট্রাম্পকেও আইনের আওতায় আনা উচিত’ শীর্ষক একটি সম্পাদকীয়তে সংবাদপত্রটি বলেছে, যুক্তরাষ্ট্রে গভীরভাবে বিভক্ত রাজনীতি ও প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি করেছেন কৌঁসুলিরা।

ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স ফাইল ছবি

ডেমোক্র্যাট সমর্থক ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ রাজনৈতিক দুরভিসন্ধি থেকে এমন কাজ করেছেন বলে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন, তা–ও খারিজ করেছে নিউইয়র্ক টাইমস। একই সঙ্গে এ ঘটনায় রাজনৈতিক মতাদর্শ ভুলে আমেরিকানদের ট্রাম্পের বিরুদ্ধে বিচারকাজ চালিয়ে নেওয়ার বিষয়টিতে এক হওয়ার আহ্বান জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট

ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার ঘটনায় সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাটি জোরালো কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সংবাদপত্রটি।

‘ট্রাম্পকে অভিযুক্ত করাটা একজন সাবেক প্রেসিডেন্টকে বিচারের আওতায় আনার দুর্বল পরীক্ষা’ শীর্ষক এক সম্পাদকীয়তে ওয়াশিংটন পোস্ট মন্তব্য করেছে, স্টরমি ড্যানিয়েলস সংশ্লিষ্ট মামলাটি ট্রাম্পের সম্ভাব্য অপরাধগুলোর মধ্যে ‘সম্ভবত সবচেয়ে নাজুক’ বিষয়ের তদন্ত হচ্ছে।

সংবাদপত্রটি বলেছে, মনে হচ্ছে সরকারি কৌঁসুলিরা একটি নড়বড়ে মামলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এতে ট্রাম্পের বিরুদ্ধে আরও যেসব গুরুতর অভিযোগ আছে, সেগুলো গুরুত্ব হারাতে পারে। এ প্রসঙ্গে ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের ভূমিকা নিয়ে চালানো তদন্তের বিষয়টি তুলে ধরেছে।

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে
ছবি: রয়টার্স

ওয়াশিংটন পোস্টের মতে, ট্রাম্পের বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ যদি ব্যর্থ হয়, তাহলে ট্রাম্প তাঁকে নিশানা করে আক্রোশ ঝাড়ার যে অভিযোগ এত দিন করে আসছিলেন, তাতে নতুন মাত্রা যুক্ত হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল

রক্ষণশীল সম্পাদকীয় অবস্থানের জন্য পরিচিত ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনাকে ‘দেশের জন্য একটি হতাশার দিন’ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে বলেছে, রাজনৈতিক প্রভাব থেকে আসা এ সিদ্ধান্ত একই সঙ্গে অপ্রত্যাশিত এবং সম্ভবত ‘ধ্বংসাত্মক’ একটি পদক্ষেপ।

সংবাদপত্রটি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে পারে কিন্তু তা এখনো দেখা যায়নি। একই সঙ্গে আরও বলেছে, আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করে না। এ ছাড়া সাবেক একজন প্রেসিডেন্টকে বিচারের আওতায় আনতে গুরুতর অপরাধের প্রমাণ থাকা উচিত।

রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রটি বলেছে, ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার এ ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য মারাত্মক এক নজির তৈরি করল। ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদ বলেছে, ‘ম্যানহ্যাটনের অ্যাটর্নি ব্র্যাগ ২৩০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি রাজনৈতিক আদর্শকে ধ্বংস করেছেন।’

আরও পড়ুন

লস অ্যাঞ্জেলেস টাইমস

ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছে লস অ্যাঞ্জেলেস টাইমস। তবে ডোনাল্ড ট্রাম্প দোষী বা নির্দোষ যা–ই হোন না কেন, তিনি যেন ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট হতে না পারেন, তা নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছে সংবাদপত্রটি।

লস অ্যাঞ্জেলেস টাইমস বলেছে, একজন বিবাদী আইনিভাবে যেসব সুযোগ পান, ট্রাম্পকেও সেগুলো দেওয়া উচিত। তবে আইনি ফলাফল যা–ই হোক না কেন, ট্রাম্পের উচিত নিজ থেকেই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়া।

আরও পড়ুন

সংবাদপত্রটির সম্পাদকীয় পর্ষদ বলেছে, যাঁরা মনে করেন একজন সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা প্রেসিডেন্ট পদটির জন্য হুমকি, তাঁদের বলব এমন কিছুই প্রেসিডেন্ট পদ বা দেশকে হুমকিতে ফেলবে না, যতটা হুমকি তৈরি হবে ট্রাম্প যদি ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচন করেন।

লস অ্যাঞ্জেলেস টাইমস আরও বলেছে, তিনি (ডোনাল্ড ট্রাম্প) দুবার অভিশংসিত হওয়া একজন ব্যক্তি, যিনি নিজেরটা ছাড়া আর কিছু বোঝেন না। তিনি নির্বাচনে কারচুপি হয়েছে বলে মিথ্যা দাবি করেছিলেন এবং তাঁর এমন দাবির কারণে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা করেছিল। দোষী সাব্যস্ত বা বেকসুর খালাস যা–ই হোক না কেন, ট্রাম্প যেন কোনোভাবেই আবার হোয়াইট হাউসে ফিরতে না পারেন।

আরও পড়ুন