বাইডেন প্রশাসন বলছে, ইসরায়েল গাজায় গণহত্যা করছে না

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানফাইল ছবি: রয়টার্স

হোয়াইট হাউস সোমবার বলেছে, বাইডেন প্রশাসন বিশ্বাস করে না যে ইসরায়েল গাজায় গণহত্যা (জাতিহত্যা) করছে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওই প্রেস ব্রিফিংয়ে সুলিভান বলেন, ‘আমরা মনে করি না যে গাজায় এখন যা ঘটছে তা গণহত্যা। আমরা যে বরাবরই এই ধারণা (গণহত্যা) প্রত্যাখ্যান করে এসেছি, তার প্রমাণ আছে।’

জ্যাক সুলিভান এ কথাও বলেন, ‘নিরীহ সাধারণ মানুষের সুরক্ষা এবং মঙ্গলের জন্য ইসরায়েলের আরও কিছু করার আছে। আর তা তাদের করাও উচিত।’

সুলিভানের এই মন্তব্যের এক দিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবেদন নিয়ে কথা বলেছিলেন। ব্লিঙ্কেন বলেছিলেন, তিনি ওই প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে একমত, যেখানে বলা হয়েছিল, ‘এটা মূল্যায়ন করা যুক্তিসংগত’ যে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের সময় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

ইসরায়েল যেভাবে হামাসকে নির্মূল করতে অভিযান শুরু করেছে, তাতে সমর্থন জোগানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন তাঁর দলের ভেতরেই সমালোচিত হচ্ছেন। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইহুদিদের ওপর হামলা চালায় হামাস। সেখানে ১১ শর বেশি সাধারণ নাগরিক নিহত হন।

বাইডেনের সমালোচকেরা তাঁকে ‘জেনোসাইড (এর অর্থ গণহত্যা বা জাতিহত্যা) বলে আখ্যায়িত করছেন।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধে ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে জাতিসংঘ এখন পর্যন্ত স্বাধীনভাবে এ সংখ্যা নিশ্চিত করে বলতে পারেনি।