মাছটির দাঁত মানুষের মতো

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ধরা পড়া বিরল মাছ
ছবি: ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি পুকুর থেকে একটি ‘বিরল’ মাছ ধরেছে এক কিশোর। মাছটির দাঁত মানুষের মতো। এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বিজ্ঞানবিষয়ক সংবাদ ওয়েবসাইট লাইভ সায়েন্স-এর খবরে বলা হয়, ১১ বছর বয়সী কিশোর চার্লি ক্লিনটন ১৫ জুলাই মাছটি ধরে।

চার্লির ধরা মাছটির ছবি ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের তথ্যমতে, মাছটি পাকু প্রজাতিভুক্ত। পাকুর উৎসস্থল দক্ষিণ আমেরিকা। পাকু দেখতে অনেকটা পিরানহার মতো। শুধু তা-ই নয়, পাকুর সঙ্গে পিরানহার অনেক মিলও রয়েছে।

একই ধরনের গঠন-আকৃতির কারণে পাকুকে প্রায়ই ‘নিরামিষাশী পিরানহা’ বলা হয়। সাধারণত বাড়ির অ্যাকুয়ারিয়ামে পালনের জন্য এই মাছ বিক্রি করা হয়।

ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ বলেছে, পাকু মাছ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে তা স্থানীয় জলপরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারে।

মাছটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ ফুট পর্যন্ত হতে পারে। ওজন ৪৪ পাউন্ড পর্যন্ত হতে পারে।

ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ বলেছে, এই মাছ বহিরাগত। তারা আক্রমণাত্মক প্রজাতির মাছ। এই মাছ স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে।