পেঙ্গুইনের নামকরণে ভোট

পেঙ্গুইনের এই ছানার নামকরণে ভোটের আয়োজন করা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নামকরণে কতটা ঝক্কি হতে পারে, সেই চিত্র যেন ধরা পড়ল যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানায় একটি পেঙ্গুইনের জন্ম হয়েছে। এখন সেই পেঙ্গুইন ছানার নাম কী হবে, সেটা নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। এরপর তারা ভোটের আয়োজন করেছে।

যে চিড়িয়াখানায় পেঙ্গুইন ছানাটির জন্ম হয়েছে, সেটির নাম টুলসা জু। যে পেঙ্গুইনটির জন্ম হয়েছে, সেটি ড্যাসেন ও আয়ারল্যান্ড নামের দুটি পেঙ্গুইনের ছানা। গত ৩ অক্টোবর ছানাটির জন্ম হয়। এরপর ছানাটির নামকরণের জন্য ওয়েবসাইটে একটি ভোটের আয়োজন করা হয়।

এই ভোট আয়োজন করে টুলসা জু কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তিনটি নাম চূড়ান্ত করেছে। এই নাম তিনটি হলো রিভার, স্যান্ডি ও রোবি। এই নামগুলোর পক্ষে ভোট চাওয়া হয়েছে। যে নামটি বেশি ভোট পাবে, সেই নাম গ্রহণ করা হবে ওই পেঙ্গুইন ছানার জন্য।

এই তিনটি নামই লিঙ্গগতভাবে নিরপেক্ষ। এর পেছনে অবশ্য একটি কারণ রয়েছে। সেটি হলো, পেঙ্গুইন ছানাটি কোন লিঙ্গের, সেটা এখনো জানা যায়নি।

এই তিনটি নাম বেছে নেওয়ার আরও কারণ রয়েছে। রিভার নামটা নেওয়া হয়েছে মারিয়ানো রিভেরার নাম থেকে। পানামা বংশোদ্ভূত এই মার্কিন বেসবল খেলোয়াড় ১৯টি মৌসুম মেজর লিগ বেসবল খেলেছেন নিউইয়র্ক ইয়াঙ্কিসের হয়ে। ২০১৩ সালে অবসরে যাওয়ার বিখ্যাত এই বেসবল খেলোয়াড়ের সম্মানে রিভার নামটি রাখতে চায় তারা। আরেকটি নাম হলো স্যান্ডি। এটি মারিয়ানো রিভেরার ডাকনাম। তৃতীয় নামটি নেওয়া হয়েছে আরকে মেজর লিগ বেসবল খেলোয়াড়ের নাম থেকে। তিনি হলেন জ্যাকি রবিনসন। যুক্তরাষ্ট্রের মেজর লিগের প্রথম কৃষ্ণাঙ্গ বেসবল খেলোয়াড় তিনি।

নাম এখনো ঠিক না হলেও পেঙ্গুইন ছানাটি যে পরিচয়ে বড় হচ্ছে, সেটিও আসলে বেসবল খেলোয়াড়ের পরিচয়েই। মারিয়ানো রিভেরা ও জ্যাকি রবিনসনের জার্সি নম্বর ছিল ৪২। পেঙ্গুইন ছানাটির পরিচয় আপাতত ৪২৪২। নাম না ঠিক হওয়া পর্যন্ত চিড়িয়াখানায় এটাই পেঙ্গুইন ছানার পরিচয়।