বাড়ির ছাদে ১১০ বছরের পুরোনো টাইম ক্যাপসুল

বাড়ির ছাদে পাওয়া শত বছরের পুরোনো জিনিসপত্রছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি পুরোনো বাড়ি মেরামত করতে গিয়ে বেরিয়ে এল অবাক এক জিনিস। সেখানে পাওয়া গেছে ১১০ বছরের পুরোনো একটি টাইম ক্যাপসুল।

বাড়ির মালিক জেস লিচ বলেন, তাঁর গ্র্যান্ড র‍্যাপিডস নামের বাড়ির বাথরুমে হিটার ঠিকমতো কাজ করছিল না। ফলে মেরামতকাজের জন্য তিনি এক ব্যক্তিকে ঠিক করেন। মেরামতকাজের স্বার্থে বাথরুমের ছাদ কাটতে হয়েছিল। সেখানে তাঁরা বেশ কিছু জিনিস দেখতে পান।

লিচ ডব্লিউজেডজেডএম টিভিকে বলেন, মেরামতের স্বার্থে তাঁরা বাথরুমের ছাদ কাটছিলেন। তখন সেখানে কেবল একটি বক্স–ই পাওয়া যায়নি, এটি ছিল নানা ধরনের জিনিসপত্রে পূর্ণ।

ছাদের ভেতরে ১২ ধরনের জিনিস পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ড্রয়িংসহ হাতে লেখা একটি নোট, ছোট একটি লোহার ডেকচি, ছোট যন্ত্রপাতি, মার্বেল, একজোড়া ঘুঁটি, জেসাসের একটি ছবি এবং ১৯১৫ সালের সংবাদপত্রের কিছু কেটে রাখা অংশ।

লিচ বলেন, ‘আমি জানতাম, এই বাড়িটি ১৯১০ সালে নির্মাণ করা হয়েছে। সুতরাং এটি অনেক পুরোনো ভবন। এ কারণে আমার কাছে মনে হয়েছে, এই বাড়িতে কিছু শিশুও বসবাস করত। সুতরাং তাদের হাত থেকে রক্ষা করতে এসব জিনিস পরের ব্যক্তির জন্য সেখানে তুলে রাখা হয়েছিল।’

গত মার্চে সাউথ ক্যারোলাইনার ফরেস্ট একরসের রিচমন্ড মল ভাঙার সময় শ্রমিকেরা সেখানে একটি টাইম ক্যাপসুল পেয়েছিলেন।

ফরেস্ট একরস নগরের কর্মকর্তারা বলেন, ২০০০ সালে মলটি প্রথম উদ্বোধনের সময় ওই টাইম ক্যাপসুলটি পুঁতে রাখা হয়েছিল।

টাইম ক্যাপসুলে লেখা ছিল, এই মল ২০৩৩ সালের ২০ জানুয়ারি উদ্বোধন করা হবে।

এই মলের শেষ দোকানটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বন্ধ করা হয়। খুচরা বিক্রির দোকান, পানশালা ও পার্কের জায়গা রেখে মলটি নতুন করে নির্মাণের লক্ষ্যে ভেঙে ফেলা হয়েছিল।