ফক্স করপোরেশনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন রুপার্ট মারডক

রুপার্ট মারডক
ফাইল ছবি: রয়টার্স

গণমাধ্যম প্রতিষ্ঠান ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিডিয়া মোগল ও মার্কিন ধনকুবের রুপার্ট মারডক। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির কর্মীদের উদ্দেশে লিখিত বার্তায় এ ঘোষণা দেন তিনি।

বার্তায় রুপার্ট মারডক বলেন, ‘পেশাগত জীবনজুড়ে আমি প্রতিদিন নানা খবর ও চিন্তভাবনার সঙ্গে জড়িয়ে ছিলাম। সেটিতে কোনো পরিবর্তন আসবে না। আমাদের দলটি সত্যিকার অর্থে খুবই মেধাবী। তা জানার পর অন্য কোনো ভূমিকায় কাজ করার জন্য এটি আমার জন্য উপযুক্ত সময়।’

রুপার্ট মারডকের পদত্যাগের পর ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তাঁর ছেলে লাকল্যান মারডক। নিজের ছেলেকে রুপার্ট মারডক অভিহিত করেছেন ‘একজন উৎসাহী ও নৈতিকতাসম্পন্ন নেতা’ হিসেবে।

৯২ বছর বয়সী রুপার্ট মারডক গণমাধ্যম ব্যবসায় নামেন গত শতকের পঞ্চাশের দশকে। ১৯৮৬ সালে তিনি বেশ কয়েকটি মার্কিন টেলিভিশন চ্যানেল কিনে নিয়ে টেলিভিশন ব্যবসা শুরু করেন। ১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন রুপার্ট মারডক। একসময় এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ কেব্‌ল নিউজ চ্যানেল হিসেবে পরিচিতি পায়।