বব ডিলানের ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’ গানের খসড়া বিক্রি হলো ৫ লাখ ৮ হাজার ডলারে
যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার বব ডিলানের বিখ্যাত গান ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’–এর তিনটি খসড়া বিক্রি হয়েছে ৫ লাখ ৮ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে শহরের একটি নিলামে গতকাল শনিবার তা বিক্রি হয়।
‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’ গানটি ১৯৬৫ সালে রেকর্ড ও প্রকাশ করেছিলেন বব ডিলান। আগের বছর এক রাতে টাইপরাইটারে গানটির তিনটি খসড়া করেছিলেন তিনি। তৃতীয় খসড়ার সঙ্গে কিছু টিকা-টিপ্পনীও ছিল। গানটির যে তিনটি খসড়া নিলামে বিক্রি হয়েছে, তা দুটি হলুদ কাগজে প্রিন্ট করা। প্রথম খসড়ার পরপরই তা প্রিন্ট করা হয়েছিল।
গতকাল ন্যাশভিলে শহরের মিউজিশিয়ানস হল অব ফেম অ্যান্ড মিউজিয়ামে বব ডিলানের ৬০টি শিল্পকর্ম ও জিনিসপত্র নিলামে তোলা হয়। ওই খসড়া তিনটি ডিলানকে নিবেদিত এই নিলামের অন্তর্ভুক্ত। এই নিলামের ৫০টি জিনিসপত্র নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সুপরিচিত সংগীত সাংবাদিক আল অ্যারোনোভিটজের ব্যক্তিগত সংগ্রহ থেকে।
‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’ গানটির জন্ম সম্পর্কে বলা হয়, বব ডিলান ১৯৬৪ সালের মার্চ মাসের এক রাতে অ্যারোনোভিটজের বাসায় ছিলেন। ঘুমিয়ে পড়েছিলেন অ্যারোনোভিটজ, কিন্তু রাত জেগে কাটাকুটি করতে করতে নিবিষ্ট মনে নতুন একটি গান লিখায় বিভোর ছিলেন ডিলান। অ্যারোনোভিটজ নিউ জার্সির বাসায় তাঁর টাইপরাইটারেই গানটির খসড়া করেছিলেন তখন ২২ বছর বয়সী ডিলান।
সকালে অ্যারোনোভিটজ ঘুম থেকে ওঠে দেখেন, ডিলান তাঁর সোফায় ঘুমাচ্ছেন। আর তাঁর সদ্য সৃষ্টি নতুন গান ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যানে’র দুমড়ানো-মুচড়ানো খসড়া পড়ে আছে আবর্জনা ফেলার ঝুড়িতে।
মিউজিশিয়ানস হল অব ফেম অ্যান্ড মিউজিয়ামে বব ডিলানের শিল্পকর্ম নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন’স অকশনস। নিলাম প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মার্টিন নোলান ডিলানের শিল্পকর্মের নিলামকে ‘দুর্দান্ত’ বলে মন্তব্য করেছেন।
জুলিয়েন’স অকশনসের তথ্য অনুসারে, বব ডিলানের ৬০টি জিনিসপত্র থেকে প্রায় ১৫ লাখ ডলার আয় হয়েছে।