ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করব না: নিকি হ্যালি

নিকি হ্যালিফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পান, তাহলে তাঁর রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হবেন না নিকি হ্যালি।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ভোটারদের কাছে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা হ্যালি।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ট্রাম্প ও হ্যালি। এই দৌড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি। তবে লড়াইয়ে হ্যালির চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প।

আরও পড়ুন

রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে কাল মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে ভোট (প্রাইমারি) হবে। এই ভোটকে হ্যালির জন্য ‘শেষ সুযোগ’ মনে করা হচ্ছে।

হ্যালি দীর্ঘদিন ধরে বলে আসছেন, তিনি দ্বিতীয় হওয়ার জন্য লড়বেন না।

নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি সামনে রেখে গত শুক্রবার অঙ্গরাজ্যটিতে আয়োজিত এক নির্বাচনী অনুষ্ঠানে ভোটারদের উদ্দেশে হ্যালি বলেন, তিনি কারও ভাইস প্রেসিডেন্ট হতে চান না। এমন চিন্তা তাঁর ভাবনায় নেই।

হ্যালি বলেন, সব সময়ই বলে এসেছেন, তিনি এই খেলা (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়া) খেলতে যাচ্ছেন না। তিনি কারও ভাইস প্রেসিডেন্ট হতে চান না।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তাঁর প্রশাসনে কাজ করেছিলেন হ্যালি। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের অক্টোবরে হ্যালি আকস্মিকভাবে পদত্যাগ করেন।