সাগরে দেখা গেছে বিরল গোলাপি ডলফিন

জলে সাঁতরে বেড়াচ্ছে গোলাপি রঙের একটি ডলফিন
ছবি: ভিডিও থেকে নেওয়া

উত্তাল জলে সাঁতরে বেড়াচ্ছে একটি ডলফিন। কখনো ভেসে উঠছে, কখনোবা জলের তলে ডুব দিচ্ছে। মাছ ধরার নৌকার পাশে ভেসে চলেছে প্রাণীটি। তবে ডলফিনটির রং দেখে চোখ আটকে যাবে। সচরাচর দেখতে পাওয়া ধূসর রঙের ডলফিন নয় এটা। এর রং গোলাপি।

এমনই একটি গোলাপি রঙের ডলফিনের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে মেক্সিকো উপসাগর–সংলগ্ন ক্যামেরন পারিশ এলাকায়। দেখেছেন থুরম্যান গাস্টিন। পেশায় মৎস্যশিকারি তিনি। সিবিএসকে গাস্টিন বলেছেন, তিনি ২০ বছরের বেশি সময় ধরে এই পেশায় যুক্ত।

পরে গোলাপি রঙের ডলফিনটির সাঁতরে বেড়ানোর দৃশ্য ভিডিও করেন গাস্টিন। ২০ জুলাই সেই ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। ভিডিওটি ভাইরাল হয়েছে।

গাস্টিন বিরল গোলাপি রঙের ডলফিনের দেখা পান ১২ জুলাই। আদতে সেদিন তিনি একটি নয়, বরং গোলাপি রঙের দুটি ডলফিন দেখেছিলেন। এর মধ্যে একটি ডলফিনের ভিডিও করতে পেরেছিলেন তিনি। গাস্টিন বলেন, ‘আমি জলের তলে কিছু একটা ভেসে বেড়াতে দেখেছিলাম। বুঝতে পেরেছিলাম, সচরাচর দেখতে পাওয়া যায়, এমন কিছু নয় এটা। পরে দেখি এটা গোলাপি রঙের একটা ডলফিন। তখন আমি সেটির ভিডিও করি।’
গাস্টিন আরও বলেন, গোলাপি ডলফিনটি একবার ভেসে উঠছিল। পরক্ষণেই ডুব দিচ্ছিল। এ দৃশ্য ভোলার মতো নয়।

ইউএসএ টুডেকে গাস্টিন বলেন, ‘আমি প্রতিনিয়ত মাছ ধরি। লুইজিয়ানার এই অঞ্চলে চলতি বছর তিনবার মাছ ধরতে এসেছি। এর আগে এমন কোনো দৃশ্য চোখে পড়েনি। বিরল এই ডলফিনের দেখা পেয়েছি, এ জন্য আমি ভাগ্যবান।’

এই অঞ্চলে বসবাস করেন এমন অনেকেই হয়তো জীবনভর গোলাপি রঙের ডলফিন দেখেননি—এমনটাই বলেন গাস্টিন।

ব্লু ওয়ার্ল্ড ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সচরাচর ধূসর রঙের ডলফিনের দেখা মেলে। গোলাপি কিংবা সাদা রঙের ডলফিন বেশ বিরল। তাই এসব ডলফিন শিকার হওয়ার ঝুঁকিও বেশি।