‘শিয়াল’ সেজে শিয়ালশাবকের যত্ন

শিয়ালশাবককে দুধ খাওয়াচ্ছেন রিচমন্ড ওয়াইল্ডলাইফ সেন্টারের এক কর্মী
ছবি: এপির ভিডিও থেকে নেওয়া

মা–বাবা হারানো একটি শিয়ালশাবককে উদ্ধার করেছিলেন বন্য প্রাণী উদ্ধারকর্মীরা। পরে এটিকে রাখা হয়েছে বন্য প্রাণী কেন্দ্রে। সেখানে এটিকে সিরিঞ্জের সাহায্যে দুধ পান করানো হয়। মানুষ দেখে যাতে শাবকটি ভয় না পায়, তাই যে কর্মকর্তা তাকে দুধ পান করান, তিনি লাল শিয়ালের মুখোশ পরে নেন। মূলত মা–বাবা হারানো এই শাবকটিকে নিজের জগতের আবহ দিতে ওই কর্মকর্তা এমনটা করেন।

শিয়ালশাবককে দুধ পান করানোর একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ড ওয়াইল্ডলাইফ সেন্টার। সেখানে দেখা যায়, সেন্টারের নির্বাহী পরিচালক মেলিসা স্ট্যানলি এটিকে খাওয়াতে গিয়ে সত্যিকারের শেয়ালের মতো দেখতে মুখোশ এবং হাতে রাবারের গ্লাভস পরেছেন। লাল রঙের এই শাবকটিকে চলতি মাসের শুরুতে কেন্দ্রে আনা হয়।

স্ট্যানলি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি শিয়ালশাবকটিতে কেন্দ্রে আনা হয়েছে। এক ব্যক্তি তাঁর কুকুরকে নিয়ে রিচমন্ডের একটি বাগানে হাঁটতে গিয়ে শাবকটি পান। প্রথমে তিনি এটিকে বিড়ালছানা ভেবেছিলেন। তিনি সেটি রিচমন্ড সোসাইটিতে নিয়ে যান। তখন শাবকটির বয়স ২৪ ঘণ্টার কম ছিল।

এর আগে সেন্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মুখোশ চেয়ে পোস্ট দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, বন্দিদশায় বেড়ে ওঠা এ ধরনের এতিম শাবকদের ওপর যেন মানুষের ছাপ না পড়ে, সে জন্য এটা নিশ্চিত করা জরুরি।

কোনো এক দিন বন্য প্রাণী জগতের সঙ্গে শিয়ালশাবক যেন সহজে মিশে যেতে পারে, সে জন্য এতটা সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সেন্টারের ভাষ্য, উদ্ধারকারীরা এই শাবকের সমবয়সী ও একই ওজনের শিয়ালশাবক আছে—এমন আরেকটি পুনর্বাসন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, কর্মকর্তারা এই মেয়ে শাবকটিকে তার সমবয়সী শেয়ালদের সঙ্গে রাখার সর্বোচ্চ উপায় খুঁজছে।