ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ রনকে সমর্থন দেবেন মাস্ক

রন ডিস্যান্টিস
ছবি: রয়টার্স

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস প্রতিদ্বন্দ্বিতায় নামলে তাঁকে সমর্থন দেবেন তিনি। গতকাল শনিবার টুইটারে এ কথা জানিয়েছেন মাস্ক। খবর এনডিটিভির।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে লড়বেন।

প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হতে পারেন রন। সম্প্রতি ফ্লোরিডার গভর্নর পদে পুনর্নির্বাচিত হন রন।

আরও পড়ুন
ইলন মাস্ক
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের রাজনৈতিক পছন্দের কথা গতকাল টুইটারে বলেছেন মাস্ক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া নিয়েও তিনি কথা বলেছেন।

টুইটারের নতুন মালিক মাস্ক বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। তিনি আশা করেছিলেন, বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে। কিন্তু এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত হতাশ।

মাস্কের এমন টুইটের পরিপ্রেক্ষিতে একজন টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘ইলন, আপনি কি ২০২৪ সালে রন ডিস্যান্টিসকে সমর্থন করবেন?’

টুইটার ব্যবহারকারীর এই প্রশ্নের জবাবে মাস্ক ‘হ্যাঁ’ বলে জবাব দেন।

রন রিপাবলিকান পার্টির উদীয়মান তারকা। তাঁকে ট্রাম্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে।

মাস্ক সম্প্রতি একটি অনলাইন জরিপ পরিচালনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। জরিপে সংখ্যাগরিষ্ঠ ভোটার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়ার পক্ষে ভোট দেন। তবে ভোটের ব্যবধান ছিল অল্প।

আরও পড়ুন

মাস্কের এই পদক্ষেপকে স্বাগত জানান ট্রাম্প। তবে তিনি টুইটারে ফিরে আসার বিষয়টি প্রত্যাখ্যান করেন। ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা দেন, তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই লক্ষ্যে তিনি ইতিমধ্যে মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে কাগজপত্র দাখিল করেছেন।

রিপাবলিকান দলের প্রার্থী হয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তাঁর এ জয় বিশ্বকে চমকে দেয়।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত তাঁর পরাজয় স্বীকার করেননি।

এদিকে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে বলে জানিয়েছেন বাইডেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে তিনি আগামী বছরের শুরুর দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।