তবে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। এদিকে নৌকা দুটি কী কারণে ডুবেছে তা–ও জানা যায়নি। তবে লাইফগার্ড প্রধান গার্টল্যান্ড যেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে সেই এলাকাকে বিপজ্জনক বলে বর্ণনা করেন। এর কারণ হিসেবে উল্টো স্রোতের কথা বলেন তিনি।
গার্টল্যান্ড বলেন, ‘স্প্যানিষ ভাষায় কথা বলে এমন একজন ব্যক্তি শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে জরুরি সেবা বিভাগে ফোন করে জানান, মেক্সিকো সীমান্ত থেকে অদূরে টরি পিনস সৈকতের কাছে দুটি ছোট ও খোলা নৌকা ডুবে গেছে। নৌকা দুটির একটিতে আটজন এবং অপর নৌকাটিতে ১৫ জন আরোহী রয়েছেন।’
খবর পেয়ে ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা। তবে তাঁরা জীবিত কাউকে উদ্ধার করতে পারেননি। তবে গার্টল্যান্ড জানান, দুই নৌকার আরোহীদের কেউ কেউ হয়তো উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার আগে উপকূল ছেড়ে অন্যত্র চলে যান।তবে জোড়া নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো আট ব্যক্তি কোন দেশের নাগরিক জানা যায়নি।