আদালতের আদেশ লঙ্ঘনে ট্রাম্পকে জরিমানা

নিউ ইয়র্কের ম্যানহাটন ফৌজদারি আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩০ এপ্রিল, ২০২৪ছবি: এএফপি

আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে যে পরবর্তী সময় আদালতের আদেশ লঙ্ঘন করলে তাঁকে জেলে যেতে হতে পারে।

আজ মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালত এই আদেশ দেন। মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছিল ওই আদালতে। বিচারক হুয়ান মারচেন ৭৭ বছর বয়সী ট্রাম্পকে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য দায়ী করেন। আদালতের ওই আদেশ ছিল, ট্রাম্প যেন প্রকাশ্যে মামলার সাক্ষী, বিচারক বা আদালতের কর্মী এবং তাঁদের আত্মীয়স্বজনকে আক্রমণ না করেন।

৯ বার এই আদেশ লঙ্ঘনের জন্য ট্রাম্পকে জরিমানা করেন বিচারক। প্রতিবারের জন্য তাঁকে এক হাজার ডলার করে জরিমানা দিতে হবে। এ ছাড়া ট্রাম্পকে আজ বিকেলের মধ্যে তাঁর নিজের তৈরি করা সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল থেকে সাতটি এবং প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার ওয়েবসাইট থেকে দুটি পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের এই আদেশ লঙ্ঘন অব্যাহত থাকলে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে কারাগারে পাঠানো হতে পারে বলে সতর্ক করেছেন আদালত।