এআই প্রকল্পে বিনিয়োগ নিয়ে কি ট্রাম্প–মাস্ক বিরোধে জড়িয়ে যাচ্ছেন

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এতে সংশয় প্রকাশ করেছেন। এ বিষয়ে গতকাল বুধবার ইলন মাস্ক বলেন, প্রতিশ্রুত বিনিয়োগের অর্থ আদতে নেই।

ট্রাম্পের নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন ধনকুবের ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নির্বাচনী প্রচারে ২৭ কোটি ডলার খরচ করে তিনি বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসেন। তাই নতুন প্রশাসনের যাত্রা শুরু হতে না হতেই ইলন মাস্কের এমন মন্তব্য ট্রাম্পের সঙ্গে তাঁর মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই।

আরও পড়ুন

শপথ নেওয়ার পর গত মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথম পূর্ণ দিবস কাটান ট্রাম্প। ওই দিনই তিনি ঘোষণা দেন, তাঁর প্রশাসন এআই অবকাঠামো নির্মাণে বড় ধরনের বিনিয়োগ করবে। জাপানি জায়ান্ট সফটব্যাংক এবং চ্যাটজিপিটির নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই এতে নেতৃত্ব দেবে।

ট্রাম্প এই বিনিয়োগকে ‘স্টারগেট’ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামোয় বিনিয়োগের পরিমাণ হবে অন্তত ৫০ হাজার কোটি ডলার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক বলেন, প্রধান বিনিয়োগকারীদের কাছে কার্যত এই পরিমাণ অর্থ নেই।

এর পরপরই আরেকটি পোস্টে ইলন মাস্ক লেখেন, ‘সফটব্যাংকের কাছে এক হাজার কোটি ডলারের কম অর্থ আছে। আমিই বরং এখানে ভালো কর্তৃপক্ষ।’

আরও পড়ুন

ইলন মাস্কের এমন পোস্ট ওপেনএআইকে লক্ষ্যবস্তু বানিয়ে দেওয়া হতে পারে। ২০১৮ সালের আগে বিশ্বের শীর্ষস্থানীয় এআই স্টার্টআপ হিসেবে কাজ করেছিল ওপেনএআই।

ট্রাম্পের অভিষেকের দিন মঙ্গলবার ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও টেসলাপ্রধান ইলন মাস্ক—দুজনেই হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন। চ্যাটজিপিটির বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠানের একাধিক আইনি লড়াইয়ে দুই শীর্ষ কর্তা বারবার বিরোধে জড়িয়েছেন।

ট্রাম্পের বিনিয়োগের ঘোষণার পর ইলন মাস্কের এক্স পোস্টের জবাবে পাল্টা এক পোস্টে স্যাম অল্টম্যান লেখেন, ‘ভুল, এটা আপনি অবশ্যই জানেন। এরই মধ্যে শুরু হওয়া প্রথম সাইটটি পরিদর্শন করতে চান?’

এক্স পোস্টে স্যাম অল্টম্যান যুক্ত করেন, ‘এটি দেশের জন্য দুর্দান্ত। আমি বুঝতে পারি, দেশের জন্য যা দুর্দান্ত হবে, সেটা সব সময় আপনার কোম্পানির জন্য সর্বোত্তম নয়। তবে আপনার নতুন ভূমিকায় আমি আশা করি, আপনি বেশির ভাগ ক্ষেত্রে (দেশকে) এগিয়ে রাখবেন।’

আরও পড়ুন

ওপেনএআই বিশ্বের সর্বোচ্চ মূল্যমানের স্টার্টআপগুলোর একটি। কিন্তু মূল্যবান প্রযুক্তির ব্যবহারের পরিপ্রেক্ষিতে উচ্চ খরচের জেরে এটি অর্থ হারাতে শুরু করে।

ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিত ফক্স নিউজকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের উচিত, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কথা মেনে নেওয়া। এসব বিনিয়োগ আমাদের মহান দেশে আসছে। আমেরিকানদের জন্য চাকরিও আসছে।’

প্রাথমিকভাবে স্টারগেট প্রকল্পে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করার কথা। পরবর্তী ৪ বছরে ৫০ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ক্ষমতা গ্রহণের আগে আগে ট্রাম্প এ মাসেই যুক্তরাষ্ট্রের তথ্যভান্ডারে (ডেটা সেন্টার) সংযুক্ত আরব আমিরাতের দুই হাজার কোটি ডলারের বিনিয়োগের কথা জানান। সেই সঙ্গে এআই খাতে সফটব্যাংকের বিনিয়োগের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

এ বিষয়ে সফটব্যাংকের প্রধান জাপানি ধনকুবের মাশায়োশি সন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন

তবে এক বিবৃতিতে মঙ্গলবার সফট ব্যাংক জানায়, এআইয়ে প্রতিশ্রুত বিনিয়োগের ১০ হাজার কোটি ডলার দ্রুতই ছাড় করা শুরু হবে।

এরপর মঙ্গলবার সফটব্যাংকের শেয়ারের মূল্যমান প্রায় ৬ শতাংশ বেড়ে যায়। পরদিন বুধবার এই বৃদ্ধি ১০ শতাংশ ছাড়িয়ে যায়।

আরও পড়ুন