ইরানের পাঠানো অস্ত্র জব্দে সাগরে অভিযান চালানো দুই সেনাকে মৃত ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিখোঁজ সেনাদের খোঁজে ১০ দিন অভিযান চালানো হলেও তাঁদের খুঁজে পাওয়া যায়নিছবি: এএফপি ফাইল ছবি

চলতি মাসের শুরুতে এডেন উপসাগরে নিখোঁজ হওয়া দুই মার্কিন নৌসেনার খোঁজ এখনো পাওয়া যায়নি। তাঁদের খুঁজতে ১০ দিন ধরে চালানো অভিযান ব্যর্থ হয়েছে। গতকাল রোববার তাঁদের মৃত ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এর আগে বলেছিল, ১১ জানুয়ারি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য ইরানের পাঠানো একটি অস্ত্রের চালান জব্দের জন্য এডেন উপসাগরে অভিযান চালাতে গিয়ে ওই দুই সেনা নিখোঁজ হয়েছিলেন। তাঁরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষ অভিযান দলের (নেভি সিলস) সদস্য।

নেভি সিলসের সদস্যরা মাস্তুলতোলা ছোট নৌকায় চড়ে সোমালিয়া উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান চালিয়েছিলেন।

গতকাল রোববার দ্য সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১০ দিনের সামগ্রিক অনুসন্ধানের পরও যুক্তরাষ্ট্রের নেভি সিলসের দুই সেনাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা তাঁদের মৃত ঘোষণা করছি।

বিবৃতিতে আরও বলা হয়, নেভি সিলসের দুই সেনার খোঁজে চালানো অভিযানের সমাপ্তি ঘটেছে।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা।

চলতি মাসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। হুতি বিদ্রোহীরাও লোহিত সাগরে আন্তর্জাতিক পানিসীমায় বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

সাধারণত বিশ্ববাণিজ্যের প্রায় ১২ শতাংশ বাব আল মান্দেব প্রণালি দিয়ে হয়ে থাকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়েমেন এবং জিবুতিতে লোহিত সাগরের প্রবেশপথে এর অবস্থান। তবে হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে এখন অনেক জাহাজকেই আফ্রিকা হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে এগুলোকে হাজারো মাইল পথ বেশি পাড়ি দিতে হচ্ছে।

আরও পড়ুন