গ্রিনল্যান্ড নিয়ে আলোচনায় রাজি ডেনমার্ক
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে আলোচনা শুরু করেন ট্রাম্প। ক্ষমতাগ্রহণের পর গ্রিনল্যান্ডের দিকে নজর দিয়েছেন তিনি। এদিকে, ওয়াশিংটনের সঙ্গে গ্রিনল্যান্ডসহ আর্কটিক অঞ্চল নিয়ে আলোচনায় রাজি হয়েছে ডেনমার্ক।
গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লারস লক্কি রাসমুসেন এ কথা জানান। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ২০ মিনিট ফোনালাপ করেন লারস। দুজন এ সময় ইউক্রেন, ইউরোপের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা করেন।
উল্লেখ্য, ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আয়ত্তে নেওয়ার ইচ্ছার কথা জানান। এ জন্য তিনি ডেনমার্কের ওপর সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা প্রয়োগের বিষয়টি উড়িয়ে দেননি।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তার বিষয়টি আলোচ্যসূচিতে ছিল না। তবে তাঁরা গ্রিনল্যান্ডসহ এ বিষয়ে আলোচনার জন্য রাজি হয়েছেন।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এগেদে বলেছেন, ডেনমার্ক স্বাধীনতা চায়। এটি বিক্রির জন্য নয়। এর আগে ২০১৯ সালেও একবার গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিলেন ট্রাম্প।