যুক্তরাষ্ট্রের ৫ বন্দীর বিনিময়ে ইরানের ৬০০ কোটি ডলার ছাড়

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
রয়টার্সের ফাইল ছবি

ইরানের জব্দ করা ৬০০ কোটি মার্কিন ডলার ছাড় দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানে বন্দী থাকা পাঁচ মার্কিন নাগরিকের বিনিময়ে দেশ দুটির মধ্যে এমন চুক্তি হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের এসব অর্থ দক্ষিণ কোরিয়ায় রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী তা কাতারে একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাঁদের পাঁচ নাগরিকের মুক্তির বিনিয়ে ইরানের এই অর্থছাড়কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

তবে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জোর দিয়ে বলেছে, তারা শুধু খাদ্য, ওষুধ ও অন্যান্য মানবিক পণ্য কেনার ক্ষেত্রে ইরানকে এ অর্থ ব্যয়ে অনুমোদন দেবে।