বিদেশি সহায়তায় ও সরকারি সংবাদমাধ্যমে ট্রাম্পের বরাদ্দ কাটছাঁটের প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস
যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে সরকারি সংবাদমাধ্যম এবং বিদেশি সহায়তা খাতে বরাদ্দ থেকে ৯০০ কোটি ডলার কমানোর কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে প্রস্তাবটি পাস হয়। এর আগে উচ্চকক্ষ সিনেটেও বিলটি পাস হয়েছে।
বিলটি এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পের প্রস্তাবটি ২১৬-২১৩ ভোটে পাস হয়। প্রতিনিধি পরিষদের মাত্র দুজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে মিলে বরাদ্দ কাটছাঁটের প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাঁরা হলেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং ওহাইও অঙ্গরাজ্যের প্রতিনিধি মাইক টার্নার।
রিপাবলিকানদের মধ্যে অন্য কয়েকটি বিল নিয়ে মতভেদ দেখা দেওয়ায় বরাদ্দ কাটছাঁটের প্রস্তাব নিয়ে ভোটাভুটি করতে কয়েক ঘণ্টা দেরি হয়ে যায়। এর মধ্যে কিছু সদস্য জোর দাবি তোলেন, প্রয়াত যৌন নিপীড়ক ও ধনকুবের জেফরি এপস্টেইনকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সরকার যেন আরও স্বচ্ছতা দেখায়।
এপস্টেইন-সংক্রান্ত উদ্বেগের কারণে যেন বরাদ্দ কাটছাঁটের বিল আটকে না যায়, সে জন্য হাউস রুলস কমিটির রিপাবলিকান সদস্যরা একটি প্রস্তাব উত্থাপন করে। ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে ৩০ দিনের মধ্যে এপস্টেইন-সম্পর্কিত নথিপত্র প্রকাশের আহ্বান জানানো হয়।
৯০০ কোটি ডলার অর্থ কাটছাঁটের মানে হলো মোট ফেডারেল বাজেটের প্রায় শূন্য দশমিক ১ শতাংশ।
এর আগে গত বুধবার দিবাগত রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের প্রস্তাবটি ৫১-৪৮ ভোটে পাস হয়। ওই দিনও দুই রিপাবলিকান সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন। তাঁরা হলেন মেইনের সিনেটর সুসান কলিন্স এবং আলাস্কার সিনেটর লিসা মুরকৌস্কি।