হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, আহত ৪
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে চার ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। খবর এএফপির।
ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, হোয়াইট হাউসের কাছের একটি ছোট পার্কে এ বজ্রপাত হয়।
বজ্রপাতে আহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাঁরা গুরুতর আঘাত পেয়েছেন। এ আঘাত তাঁদের জীবনের জন্য হুমকি হতে পারে।
বজ্রপাতের ঘটনার পর আহত চারজনকেই স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছে।
ছবিতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স দেখা যায়। এ ছাড়া একটি ফায়ার ট্রাকও দেখা যায়।