২০২৪ সালের নির্বাচনে শেষবার লড়বেন ট্রাম্প

ফৌজদারি অপরাধের অভিযোগ তোলা কৌঁসুলিদেরও কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে এক সমাবেশে বক্তব্য দেন। গত শনিবার টেক্সাসের ওয়াকো আঞ্চলিক বিমানবন্দরে
ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। এ লক্ষ্যে প্রচার শুরু করেছেন তিনি। গত শনিবার টেক্সাসের ওয়াকোতে তাঁর প্রথম নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে প্রতিশোধ এবং সহিংসতার আহ্বান অব্যাহত রেখেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন হবে চূড়ান্ত লড়াই। তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ তোলা কৌঁসুলিদেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। 

‘জাস্টিস ফর অল’ গান চালিয়ে ট্রাম্প তাঁর নির্বাচনী মিছিল শুরু করেন। পোডিয়ামে একা দাঁড়িয়ে ট্রাম্প তাঁর বক্তৃতা করার সময় ক্যাপিটল হিলের দাঙ্গার ভিডিও চিত্র পর্দায় দেখানো হয়। 

ট্রাম্প এমন এক সময়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন, যখন প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার মুখে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্নো তারকাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। 

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন, এই মামলায় তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এ ধরনের পরিস্থিতি দেখা দিলে এর বিরুদ্ধে বিক্ষোভে নামতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। এ নিয়ে দাঙ্গার আশঙ্কায় নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প সতর্ক করেন।