আসামি ট্রাম্পের মুখচ্ছবি ছড়িয়ে দেওয়া হলো, এক্সে পোস্ট করলেন ট্রাম্পও

গ্রেপ্তারের পর তোলা ট্রাম্পের একটি মুখচ্ছবি প্রকাশ করেছে ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয়
ছবি: ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয়ের ওয়েবসাইট

ভ্রু কুঁচকে রাগ ও ক্ষোভ নিয়ে তাকিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রেপ্তারের পর তোলা তাঁর এমন একটি মুখচ্ছবি (মাগশট) প্রকাশ করেছে ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয়। আসামি হিসেবে নথিভুক্ত করার জন্যই ট্রাম্পের ওই ছবি তোলা হয়।

যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটি প্রকাশ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্প নিজেও সে মুখচ্ছবি পোস্ট করেছেন। এটি ২০২১ সালের পর এক্সে ট্রাম্পের প্রথম পোস্ট।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২০২০ সালে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গতকাল আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। সেখানে তাঁর একটি মুখচ্ছবি নেওয়া হয়। তিনিই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাঁকে, গ্রেপ্তারের পর মুখচ্ছবি নেওয়া হলো। কারাগারে ট্রাম্পের উচ্চতা ও ওজন নথিভুক্ত করা হয়েছে। নথি অনুযায়ী, তাঁর উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন সাড়ে ৯৭ কেজি। পরে দুই লাখ ডলারের মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়।

আরও পড়ুন

এরপর ফুলটন কাউন্টি শেরিফের কার্যালয় ট্রাম্পের মুখচ্ছবিটি প্রকাশ করে। পরে এক্সে দেওয়া পোস্টে ট্রাম্প নিজেও তাঁর মুখচ্ছবিটি প্রকাশ করেছেন। পোস্টে তিনি তাঁর নির্বাচনী প্রচারসংক্রান্ত ওয়েবসাইটের বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন। নির্বাচনী প্রচারের জন্য তহবিল সংগ্রহ করতে এই ওয়েবসাইট ব্যবহার করা হয়ে থাকে।
২০২১ সালের ৮ জানুয়ারি সবশেষ এক্সে পোস্ট দিয়েছিলেন ট্রাম্প। এরপর গতকালই প্রথম পোস্টটি দিয়েছেন তিনি।

আসামি হিসেবে তোলা মুখচ্ছবিটি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন ট্রাম্প
ছবি: এএফপি

২০২১ সালে ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল তৎকালীন টুইটার। এরপর তিনি ট্রুথ সোশ্যাল নামে নিজস্ব একটি সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলেন। গত বছর ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ইলন মাস্ক টুইটারের নাম পাল্টে এক্স করেছেন। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও এত দিন ট্রাম্পকে টুইট করতে দেখা যায়নি।