যুক্তরাষ্ট্রে গুলিতে পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি প্রধান সমস্যা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী রালেইতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের এই বন্দুক হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ছুটিতে থাকা এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। খবর এএফপির।

রালেইয়ের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেছেন, জনপ্রিয় পাহাড়ি পর্যটন এলাকা নিউস রিভার গ্রিনওয়ের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রালেই শহরের জন্য এটি একটি বেদনাদায়ক ও বিয়োগান্ত দিন।  আজকে (বৃহস্পতিবার) ঠিক বিকেল ৫টার পরপরই কয়েকজনকে গুলি করা হয়।’

আরও পড়ুন

মেরি-অ্যান বলেন, রালেই পুলিশ বিভাগ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের একজন ছুটিতে থাকা পুলিশ কর্মকর্তা। একটি আবাসিক এলাকায় বন্দুকধারীকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশ বিভাগ থেকে এক টুইটে জানানো হয়, সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

শহরের মেয়র আরও জানান, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের ডগ স্কোয়াড টিমের একজন কর্মকর্তা রয়েছেন। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি প্রধান সমস্যা। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কেবল ২০২২ সালের এ পর্যন্ত গুলির ঘটনায় ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে মেরি-অ্যান বলেন, ‘আমাদের অবশ্যই আমেরিকায় এই কাণ্ডজ্ঞানহীন সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের আরও অনেক কিছু করার আছে।’

আরও পড়ুন

ফ্লোরিডার একটি বিদ্যালয়ে ২০১৮ সালে বন্দুক হামলায় ১৭ জন নিহত হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে ওই হামলাকারী নিকোলাস ক্রুজের মৃত্যুদণ্ডের আবেদন নাকচ করে দিয়ে যাবজ্জীবন সাজা দেন বিচারক।

মাঝেমধ্যেই নির্বিচার বন্দুক হামলার ঘটনা আমেরিকানদের স্তব্ধ করে দেয়। আবার শুরু হয় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে চলে আসা বিতর্ক। তবে এই বন্দুক সহিংসতার সংস্কৃতির লাগাম টেনে ধরতে দেশটির কংগ্রেসে সামান্যই অগ্রগতি হয়েছে।