টুইটারের ৭৫ ভাগ কর্মীকে ছাঁটাই করতে চান ইলন মাস্ক

মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক
ছবি: রয়টার্স ফাইল ছবি

বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন।

টুইটারের মালিকানা কিনতে কোম্পানিটির সঙ্গে ইলন মাস্কের চুক্তিতে যাঁরা বিনিয়োগ করতে চান তাঁদের উদ্দেশে এ কথা বলেন তিনি। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

বিভিন্ন সাক্ষাৎকার ও নথির বরাতে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, সামনের মাসগুলোয় টুইটারে কর্মী ছাঁটাই হতে পারে। টুইটারের মালিকানা ইলন মাস্ক কিংবা বর্তমান কর্তৃপক্ষ যার হাতেই থাকুক না কেন, প্রতিষ্ঠানটিতে কর্মী ছাঁটাই হবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী বছরের শেষ নাগাদ কোম্পানির কর্মীদের বেতন বাবদ বরাদ্দ থেকে ৮০ কোটি ডলার কাটছাঁটের পরিকল্পনা করেছে। এর মানে হলো, প্রতিষ্ঠানটির প্রায় এক–চতুর্থাংশ কর্মশক্তিকে বিদায় নিতে হবে।

টুইটারের মানবসম্পদ বিভাগের কর্মীরা প্রতিষ্ঠানটির অন্য কর্মীদের বলেন, তাঁরা গণহারে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন না। তবে নথিপত্রে দেখা গেছে, মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার আগেই কোম্পানিটিতে কর্মী ছাঁটাই এবং অবকাঠামোগত খরচ কমানোর জন্য ব্যাপক পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

মে মাসে টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার চেষ্টা করেছিলেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেছিলেন টুইটারের বট এবং স্পাম অ্যাকাউন্টের সংখ্যা কত, তা নিয়ে প্রতিষ্ঠানটি সঠিক তথ্য দিচ্ছে না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে মামলা করে।

চলতি মাসের শুরুর দিকে মাস্ক আবার সিদ্ধান্ত বদল করেন। বলেন, মূল শর্তগুলো মেনেই তিনি চুক্তিটি এগিয়ে নিয়ে যাবেন।

আরও পড়ুন