ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া জিলো মারা গেছেন
ফরাসি চিত্রশিল্পী, সমালোচক ও লেখক ফ্রাঁসোয়া জিলো মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। আরেক বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর প্রেমিকা ছিলেন ফ্রাঁসোয়া জিলো।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটান হাসপাতালে মৃত্যু হয় ফ্রাঁসোয়া জিলোর। তাঁর মেয়ে অরেলিয়া অ্যাঞ্জেল জানিয়েছেন, তাঁর মা দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
প্যারিসের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ফ্রাঁসোয়া জিলো পিকানোর চেয়ে ৪০ বছরের ছোট ছিলেন। ১৯৪৩ সালে ফ্রান্সের একটি রেস্তোরাঁয় পিকাসোর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। তখন ফ্রাঁসোয়া জিলোর বয়স ছিল ২১ বছর। এরপর তাঁদের মধ্যে দ্রুত একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। পিকাসো-জিলোর এই সম্পর্ক টিকে ছিল বছর দশেকের বেশি।
পিকাসোর সঙ্গে বিচ্ছেদের ১১ বছর পর ফ্রাঁসোয়া জিলো তাঁর সর্বাধিক বিক্রীত বই ‘লাইফ উইথ পিকাসো’ প্রকাশ করেন। ১৯৭০ সালে তিনি জোনাস সল্ককে বিয়ে করেন। জোনাস পোলিও ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ ছিলেন। ১৯৯৫ সালে জোনাসের মৃত্যু হয়। ফ্রাঁসোয়া জিলো কখনো প্যারিসে, কখনোবা নিউইয়র্কে বসবাস করতেন।