রাশিয়ার মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে)
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন অর্থ বিভাগের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের সরকারকে অর্থায়ন করা আট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, বেলারুশের ক্ষমতাসীনেরা নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। মিনস্ক রাশিয়ার সঙ্গে ইউক্রেনে অনৈতিক যুদ্ধে জড়িয়েছে। যেসব ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকারকে এসব কাজে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে।

কয়েক দশক ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো বরাবর অভিযোগ করে এসেছেন, পশ্চিমারা তাঁকে ক্ষমতাচ্যুত করতে উঠে-পড়ে লেগেছে। বিশেষত, সর্বশেষ নির্বাচনের পর লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে পশ্চিমাদের ইন্ধন রয়েছে বলে মনে করেন লুকাশেঙ্কো। ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ লুকাশেঙ্কো বিরোধীদের। আর লুকাশেঙ্কোর দাবি, নির্বাচন নিয়ম মেনে, সুষ্ঠুভাবে হয়েছে।

নির্বাচনে জালিয়াতি ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমারা। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে রয়েছে মিনস্ক। এমনকি যুদ্ধের প্রয়োজনে রাশিয়াকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে লুকাশেঙ্কো সরকার।